অনুষ্ঠিত মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় একটি বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেবগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানিয়ে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, এই দিনটি আমাদের জন্য শোক ও গৌরবের। আমরা শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেব না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, আবু বক্কর সিদ্দিক এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি আব্দুল জলিল চকলেট তার সমাপনী বক্তব্যে বলেন, জুলাই- আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। আমাদের উচিত গণতন্ত্র ও শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক এবং স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।#