# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে দীর্ঘদিন থেকে ইউএনও এবং এসিল্যান্ডের পদ শূন্য থাকায় সেবা গ্রহিতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় দীর্ঘ সময় লাগছে এমন অভিযোগ ভুক্তভোগীদের।
জানা যায়, এ উপজেলায় ৯ মাস থেকে এসিল্যান্ড এবং দুই মাস থেকে ইউএনও’র পদ শূন্য রয়েছে। গত বছরের ৩০ অক্টোবর তদানিন্তন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন অন্যত্র বদলি হওয়ার পর থেকে এবং উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন গত ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় এ পদটিও শূন্য হয়ে যায়। বর্তমান রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের ও এসিল্যান্ডের দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ এ দু’টি পদ শূন্য থাকায় উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও ভূমি সেবায় দেখা দিয়েছে চরম স্থবিরতা।
জমি খারিজ-নামজারিসহ জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসনে সেবা গ্রহিতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরী প্রয়োজনে জমি বিক্রেতারা পড়েছেন বেশি বিপাকে। তারা তাদের জমি খারিজ করতে দীর্ঘ বিলম্ব হওয়ায় কাঙ্খিত প্রয়োজন মেটাতে পারছেন না বলে অনেক ভূক্তভোগীর অভিযোগ।
পাঁচুপুর গ্রামের ডা. শরিফুল ইসলাম বলেন, এ উপজেলায় এসিল্যান্ড না থাকায় আামদের গ্রামের গোরস্থানের একটি জমির কাগজপত্র প্রস্তুত করার জন্য দিনের পর দিন ঘুরেও কাজ হচ্ছে না। এ নিয়ে আমরা গ্রামবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছি। ভরতেঁতুলিয়া গ্রামের মো. জামাল শেখ বলেন, জমির খারিজ বা নামজারি করতে দীর্ঘ বিলম্বের কারণে জরুরী প্রয়োজনে কেউ জমি বিক্রি করতে পারছেন না। এ সমস্যার দ্রুত সামাধান হওয়া প্রয়োজন।
আত্রাই উপজেলার দায়িত্বে নিয়োজিত রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান বলেন, দুই উপজেলার দায়িত্ব পালনে চ্যালেঞ্জ থাকলেও সরকারি দায়িত্ব আমি যথাযথ ভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বেশ কিছু এসিল্যান্ডের ট্রেনিং চলছে। আশা করা যায় উর্ধতন কর্তৃপক্ষ অল্প সময়ের মধ্যে এখানে এসিল্যান্ড নিয়োগ দেবেন।#