
# মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে রেলক্রসিং পারাপারের সময় চলন্ত ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্ম সংলগ্ন উত্তর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনের শত শত যাত্রী।
ঘটনার বিবরণ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ আত্রাই রেলওয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করছিল। ওই সময় রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান একদিকের ব্যারিয়ার নামিয়ে অন্যদিকের ব্যারিয়ার নামাতে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক রেললাইনে ঢুকে পড়লে ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাকের পেছনের অংশের সজোরে ধাক্কা লাগে। ট্রেন চলাচল বিঘ্নিত সংঘর্ষের ফলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আত্রাই পুরাতন স্টেশনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে লালমনি এক্সপ্রেস। পরবর্তীতে সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন আনা হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান এই রেলক্রসিংকে ‘মরণফাঁদ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর আগেও এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান অবস্থান থেকে অন্তত ১০০ মিটার উত্তরে গেটটি স্থানান্তর করা জরুরি।
সান্তাহার রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউডি) শ্যামল কুমার দত্ত বলেন, প্ল্যাটফর্ম ঘেঁষে রেলক্রসিং নির্মাণ করা কারিগরিভাবে সঠিক হয়নি। স্থানটি বর্তমানে অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার ওহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প ব্যবস্থার মাধ্যমে ট্রেনটি সচল করা হয়েছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।#