মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্দোগে আজ ২৮ মে ২০২৫ আত্রাই উপজেলা মসজিদে উপজেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে একদিন ব্যাপি ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন আত্রাই উপজেলার জিসি মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোছাঃ মুল্লিকা খাতুন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার নওগাঁ জেলা কার্যালয় মোঃ তৌফিকুর রহমান, মোঃ ইউনুস আলী, হযরত আলী, মাসুম বিল্লাহ মহাসিন আলী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন আপনারা বেশি বেশি করে কোরআনের তাফসির গুলো পড়বেন বাচ্ছাদের মসজিদ মুখী করতে বলবেন মসজিদে বয়ান করবেন বাচ্চারা মসজিদ মুখী হলে তারা কখনো নেশাগ্রস্ত হবেনা, বাল্যবিবাহ, সন্ত্রাস জংগীবাদ, ইভটিজিং নাশকতা বিশৃঙ্খলা সৃষ্টি থেকে সবাইকে সচেতন করতে তিনি সকল ইমামদের মসজিদের বয়ানে আলোচনা করতে বলেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, আব্দুর রাজ্জাক, রেজাউল ইসলাম, আব্দুল জলিল, হাফেজ ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম, হাই আল হাদি প্রমুখ।#