# মোসাঃ শেখ সুমাইয়া শহিদ, খলনা থেকে……………………………………
শিক্ষা ও সাংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে, এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সাল থেকে আজ পর্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে” বাংলাদেশ বেতার, খুলনা কতৃক নিবন্ধিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন. শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ।
বহুমুখী প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, নাট্যকার, ঔপন্যাসিক , ছোটগল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক সঙ্গীত রচয়িতা, সুরস্রস্টা, গায়ক, অভিনেতা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। তিনি তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে তিনি প্রথম এশীয় হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য গান আমার সোনার বাংলা এই স্বাধীন বাংলার জাতীয় সংগীত হিসাবে নির্বাচিত।
কবিগুরু ররীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে বাংলা ১২৬৮ সনের ২৫শে বৈশাখ ৭মে জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। এবং ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ ৭ই আগস্ট, ১৯৪১ ইং) জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে আজকের এইদিনে মহাপ্রয়াণ ঘটে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম মৃত্যুদিনে শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ কবিগুরুকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। প্রতিষ্ঠাতা সভাপতিঃ মোঃ শেখ শহিদুল্লাহ্ আল আজাদ, সাধারণ সম্পাদকঃ এস. আসাদুজ্জামান, প্রধান উপদেষ্টাঃ এ্যাডঃ এস,এম মোস্তাফিজুর রহমান মোশতাক, সহ সম্পাদকঃ মোঃ ওমর ফারুক রাসেল, সভাপতি মন্ডলির সদস্যঃ মোঃ রেজাউল করিম গাজী. মোঃ ওহিদুজ্জামান, সাংবাদিক রাজু আহমেদ খান শহিদ, মোঃ খবীরুদ্দীন, ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম. নাহিদ জামান খান, মোসাঃ আকলিমা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদকঃ মোঃ হাবিবুর ইসলাম বেলালী. শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আবদুল্লাহ্ বিন আবজাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ মোসাঃ সুমাইয়া শহিদ সহ শেখ ছখিনা খয়বার নির্বাহী পরিবারের সদস্যঃ মোঃ ইব্রাহিম খান, মোসাঃ রাবেয়া সুলতানা, মোসাঃ সুরাইয়া রহমান তুষা, তামান্না আক্তার বৈশাখী, মোঃ সাইদুল ইসলাম, আসাদুল্লাহ সিয়াম. সাকিবুল ইসলাম, মোসাঃ আফসানা আক্তার মিম, মোসাঃ আছিয়া আক্তার, মোয়াজ মাহমুদ, আহসান হাবীব, নিরব হাওলাদার, রবিউল ইসলাম গাজী, জি এম রাকিব হোসেন, হাফিজুর রহমান, আবু রায়হান গাজী, মোঃ বেল্লাল শেখ” মোঃ আব্দুস সোবহান শেখ, মোঃ নওশের শেখ” মোঃ আবু আহাদ শেখ, মাহাদী হাসান রিয়াদ, হেদায়েত উল্লাহ আল মামুন, নুসাইব বীন শহিদুল ফরাজি, মোঃ মোশাররফ শেখ ইশারাত, এফ এম বোরহান, মোঃ সাকিব হোসেন রাজ প্রমুখ।#