মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগরে ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বহাল রাখতে হাতিয়ার উগ্র সন্ত্রাসী পন্থা। বেপরোয়া কিশোর গ্যাং পোষ্য সন্ত্রাসীদের কবলে আতংকিত সাধারণ মানুষ। চলছে দখল, খুন, হামলা, হুমকিসহ নানামুখী অপরাধ। যে কারণে আতংকে এলাকাবাসী।
পাচ্ছে না প্রতিকার, এভাবেই চলছে অভয়নগর উপজেলা বাসীর জনজীবন। এরই ধারাবাহিকতায় সন্রাসীদের হামলায় সাবেক নওয়াপাড়া পৌর কাউন্সিলর ও আ.লীগ নেতা পলাশ হত্যার শিকার হয়। প্রতিনিয়ত সন্রাসীদের হামলা, হুমকি, দখলদারিত্বের মতো ভয়ংকর ঘটনা হরহামেশা ঘটে চলেছে।
অন্যদিকে উপজেলার বিভিন্ন গ্রামে ও শহরে গড়ে উঠেছে ভয়ংকর কিশোর গ্যাং যারা মরণব্যাধি মাদক সেবন করে জড়িয়ে পড়ছেন বিভিন্ন অপরাধে। ওইসব কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রয়েছে রাজনৈতিক ছত্রছায়া। ফলে নানামুখী অপরাধ কর্মকান্ডের ঘটনা দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে উঠছে। যা প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রণে আনাও সম্ভব নয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজন সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা। না হলে দিনদিন নানামুখী অপরাধের সংখ্যা বাড়বে তাতে কোন সন্দেহ নেই।
ক্ষমতার আধিপত্য ধরে রাখতে একশ্রেণীর রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় সন্রাসী ও কিশোর গ্যাংদের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যে কারনে অপরাধ নির্মুলে থাকতে হবে রাজনৈতিক সদিচ্ছা। একদিকে মাদকের ছোবলে উপজেলার যুব সমাজ ধ্বংস হচ্ছে। অন্যদিকে ক্ষমতার প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে ক্ষমতার আধিপত্য বিস্তার করতে ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাংদের। ফলে অভয়নগর উপজেলা হয়ে উঠেছে বিভিন্ন অপরাধের কেন্দ্রস্থান।
গত ৫ আগষ্ট আ.লীগ সরকার পতন হওয়ার পর, একশ্রেণীর মানুষেরা ক্ষমতাকে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে দখল, চাঁদাবাজিসহ নানামুখী অপরাধের কর্মকান্ডে জড়িত হয়ে পড়েছে। ফলে উপজেলার আইনশৃঙ্খলা চরম অবনতি হচ্ছে। যদিও সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থান লক্ষ্যে করা গেছে। তারা সবসময় আইনশৃঙ্খলাকে সঠিক রাখতে কাজ করে যাচ্ছে। প্রশাসনের এতো কঠোরতার মাঝেও থেমে নেই, অপরাধ।
নানামুখী দখল, নিরব চাঁদাবাজি, হামলা, হুমকিসহ বিভিন্ন অপরাধ চলমান রয়েছে। এবিষয়ে কথা হয় সুশীল সমাজের কিছু ব্যক্তিদের সাথে তারা জানান, ক্ষমতাকে পাকাপোক্ত করতে একশ্রেণীর মানুষেরা সন্রাসীসহ কিশোর গ্যাংদের ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। ফলে সাধারণ মানুষ চরম আতংকে দিন যাপন করে। এসব অপরাধ নির্মুলে প্রশাসনের পক্ষে সম্ভব নয়, দরকার রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক ভাবে প্রতিরোধের ব্যবস্থা করার কথা তারা জানান। জরুরি ভাবে প্রশাসনের আরো কঠোর হয়ে সকল রাজনৈতিক প্রভাবের উর্ধে থেকে সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সচেতন মহল।
এব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাদুল করিম বলেন, আমি যতদিন আছি কোন অপরাধকে ছাড় দেওয়া হবেনা। আমরা সকল অপরাধ নির্মুল করার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি, অপরাধী যে হোক তাকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।#