1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত তানোরে যুবককে সংঘবদ্ধভাবে পাশবিক নির্যাতন, ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য বাঘায় জুলাই শহীদ স্নৃতি আন্তঃ থানা ফুটবল টুণার্মেন্ট খেলা অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ১০১ সদস্য বিশিষ্ট বাঘা উপজেলা কমিটি গঠন, সভাপতি কামরুজ্জামান সম্পাদক রহিম নওগাঁয় ডিবিসির প্রতিনিধি এ কে সাজুর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ফ্রান্স ও জার্মানির পুতিনের ওপর চাপ বৃদ্ধির অঙ্গীকার ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা চিফ প্রসিকিউটরের ধানের শীষে ভোট চেয়ে শিবগঞ্জে বিএনপির গণসংযোগ রানীশংকৈল সেনাবাহিনীর অভিযানে দুই কেসিনো ব্যবসায়ী  আটক   খুলনা প্রেসক্লাবে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অতিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষতি : তানোরে কৃষি সচিব

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : “অতিরিক্ত সার দেওয়া মানে জমির জন্য ক্ষতি এবং কৃষকের অর্থের অপচয়”— মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। তিনি বলেন, মাঠ পর্যায়ে অসচেতনতা ও অজ্ঞতার কারণে কৃষকেরা প্রয়োজনের চেয়ে বেশি সার ব্যবহার করছেন। এ বিষয়ে সরকার সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। শুক্রবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলার দেবীপুর ফসলি মাঠে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় সচিব ‘খামারি অ্যাপ’ ব্যবহার করে মাটির গুণগত মান বিবেচনায় ধানের চাষাবাদ ও সার প্রয়োগের নির্দেশনা দেন। ড. এমদাদ উল্লাহ মিয়ান আরও বলেন, “কৃষি মন্ত্রণালয়ের বাজেটের ৭০ শতাংশ সারের ভর্তুকিতে দেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে কিছু কৃত্রিম সমস্যার কারণে সার সংকট নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।”

আলু চাষিদের প্রসঙ্গ টেনে কৃষি সচিব বলেন, হিমাগারের গেটে প্রতিকেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সরকারিভাবে ৫০ হাজার টন আলু ক্রয় ও সংরক্ষণ করা হচ্ছে, যা অক্টোবর-নভেম্বর মাসে বাজারজাত করা হবে। আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ছাইফুল আলম, সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত পরিচালক ড. জামাল উদ্দিন, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান, কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. হাসানুজ্জামান, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা, কৃষি তথ্য সার্ভিসের উপপরিচালক ফেরদৌসী ইয়াসমিন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকাত সালমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে কৃষি সচিব তানোর উপজেলার আইড়া মোড়ে রপ্তানিযোগ্য আম বাগান, চুনিয়াপাড়ায় এয়ার ফ্লো মেশিনে পেঁয়াজ সংরক্ষণ কার্যক্রম এবং চাঁন্দুড়িয়া হাড়দো বিলে উদ্বুদ্ধকরণের মাধ্যমে বস্তায় আদা চাষ প্রকল্প পরিদর্শন করেন।

অনুষ্ঠানে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কৃষক ও কৃষাণীরা অংশ নেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট