1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রাজশাহী-১ আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের নির্বাচনী গণমিছিল তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু, উদ্ধার অভিযান চলছে  গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মরহুম  বাইরুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগরে উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী আত্রাইয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ    নাচোল থানার নবাগত ওসি আছলাম আলীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গোদাগাড়ীতে চায়না প্রজেক্টে শ্রমিক অসন্তোষ: ৯ দফা দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ  রেলওয়েকে আধুনিকায়ন করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন

লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে পিচ রাস্তায় কাদার প্রলেপ, জনদুর্ভোগ চরমে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকার রাস্তার বেহাল দশা।

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটো :  নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকা(মনিহারপুর, জোতগৌরী, ওমরপুর, গন্ডবিল আট্টিকা অপরদিকে এমআর হাইস্কুল সংলগ্ন ৪ রাস্তার মোড় হতে ৩ দিকে প্রায় ১ কিলোমিটার করে মোট ৩ কিলোমিটার রাস্তার অভিমুখে হালকা বৃষ্টি হলেই পিচ রাস্তায় দেখা যাচ্ছে কাদার প্রলেপ। ফলে সৃষ্টি হচ্ছে জন দুর্ভোগ।

বুধবার(১৯শে জুন-২৪) সকাল ও বিকেলে হালকা বৃষ্টির পরে উল্লেখিত এলাকা সমূহ ঘুরে ঘুরে দেখা গেছে,হালকা বৃষ্টি হওয়ার কারণে পিচ রাস্তা গুলোর উপরে মাটি বহনকৃত ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটি গুলো নরম হয়ে রাস্তায় ব্যাপক হারে কাদা মাটির প্রলেপ পড়ে পিচ্ছিল হওয়ায় বিপাকে পড়েছে অত্র এলাকার জন সাধারণ। রাস্তায় চলাচল করা বাইসাইকেল, মোটরসাইকেল ও ভ্যানচালকসহ সাধারণ জনগণ পড়েছে চরম দুর্ভোগে। তারপরেও প্রয়োজনের তাগিদে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে তারা।

স্হানীয় এলাবাসীরা জানান,বসন্তপুর বিলে অবৈধ ভাবে পুকুর খনন,পুকুর সংস্কারের নামে মাটি হরিলুট ও পুকুরের মাটি ট্রাকের মাধ্যমে এই এলাকার বিভিন্ন স্থানে বহন ও বিক্রি করার কারণে রাস্তায় মাটি পড়তে পড়তে এমন রূপ নিয়েছে। বোঝার উপায় নেই রাস্তাটি পাকা না কাঁচা। বর্তমানে একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল কারা বিপদজনক হয়ে পড়ে। তারপরও প্রয়োজনের তাগিদে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার মুখোমুখি পড়তে হচ্ছে এই এলাকার বসবাসকারী ও পথচারীদের।

এলাকাবাসী পুকুর খনন ও ট্রাক্টর যোগে মাটি বহনকালে পুলিশ-প্রশাসনদের অবগত করলে তারা আসে মাটি খেকোদের সাথে দেখা করে চলে যায় কোন সুফল হয়না। পরে ডিসি অফিসে পর্যন্ত লিখিত অভিযোগ করেও থামানো সম্ভব হয়নি। তখন যদি ভেকু মেশিন বন্ধ করা হতো  তাহলে এখন  এই জন দুর্ভোগ পোহাতে হতো না বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন, এই রাস্তা গুলোর এবং এই এলাকার জনগণের বেহাল দশার একমাত্র কারণ হলো বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় অসংখ্য পুকুর খনন ও ট্রাক্টর দিয়ে মাটি বহন কাজ। তিনি আরও বলেন আমি নিজে মাইকিং করেও বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় পুকুর খনন বন্ধ করতে পারিনি।মাটি খেকোরা গভীর রাতের আঁধারে খনন করে এবং খননকৃত মাটি বিভিন্ন এলাকায় ট্রাক্টর যোগে বহন করে বিক্রি করার কারণে আজ রাস্তার এই বেহাল দশা।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় পুকুর খনন ও মাটি বহন বিষয়ে একাধিক বার অভিযান চালানো হয়েছে এবং খবর পেলেই অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট