1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত গোদাগাড়ীতে এবি পার্টি প্রার্থীর  নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত   গোমস্তাপুরে আশরাফ হোসেন আলিমের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ নওগাঁ-৬ এ রেজাউল ইসলামের দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত বাঘায় গাছের সাথে পাওয়ার টিলার ধা/ক্কা, নীচে চাপা পড়ে প্রাণ গেল চালকের মৃ/ত্যু কালীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত শিবগঞ্জে শাসনের ভুলে প্রাণ গেল ১১ বছরের শিশু আশিকের উপকূলের উন্নয়নে সৎ নেতৃত্ব প্রয়োজন: সাবেক এমপি গাজী নজরুল ইসলাম আল্লাহকে কটুক্তিকারী আবুল সরকারের ফাঁসির দাবিতে পত্নীতলায় বিক্ষোভ  পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে-বিএনপি নেতা উজ্বল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি..

রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল দলীয়”নেতা কর্মীদের উদ্দেশ্য বলেছেন, সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (৩০-০১-২০২৫) বাদ আসর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদালয় মাঠে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী ও আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন আনোয়ার হোসেন উজ্বল।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তন ঘটাতে চাই।” এজন্য আমাদের মন-মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে। যেটি মানুষ প্রত্যাশা করে। ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মোখলেছুর রহমান মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, বাঘা থানা বিএনপির “সাবেক সহ- সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মানুম, চারঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ পাশা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহমেদ মধু, বাঘা উপজেলা সংগ্রামী দলের সভাপতি রুবেল আহমেদ, ইউনিয়ন যুবদল নেতা জিল্লুর রহমান ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গগীর হোসেনসহ বিএনপি-অংসংগঠনের নেতা-কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট