1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
পাথরঘাটার কিশোরী নেহার অসাধারণ গুণে পারদর্শী হয়ে ওঠার গল্প কুড়িগ্রামের উলিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত দু’দিন বন্ধ থাকার পর আবার লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু ঝিনাইদহ- যশোর মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত বাঘায় মাদক সেবনের অপরাধে ভ্যাম্যমান আদালতে ৫জনের কারাদন্ড বাঘার ইউএনওর এডিসি পদে পদোন্নতি, শুভেচ্ছা জানালো বিএনপি নেতৃবৃন্দ ঠাকুরগাঁও’র হরিপুরে পূর্ব শত্রুতার জেরে ফসলের ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ পদোন্নতি পাওয়া ইউএনওকে বর্তমান কর্মস্থল বাঘায় রাখার দাবিতে মানবন্ধন খুলনা সহ ১৪ জেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানা’র আতঙ্ক:বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ

রাজশাহীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান…………………………………………

রাজশাহী মহানগরীতে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প, বিসিক শিল্প নগরী প্রকল্প, রাজশাহী ওয়াসা’র ভূ-উপরিস্থ পানি শোধনাগার শীর্ষক প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আওতায় ক্ষতিগ্রস্ত ২০ জন ভূমি মালিকদের মাঝে মোট দুই কোটি ৪৫ লাখ টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জহুরুল ইসলাম।

 

এসময় জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, রাজশাহী মহানগরীতে সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়, রাজশাহী ওয়াসা’র ভূ-উপরিস্থ পানি শোধনাগার শীর্ষক প্রকল্প, বিসিক শিল্প নগরী প্রকল্পসহ মোট নয়টি প্রকল্পে ২ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হলো। জেলা প্রশাসক আরও বলেন, জেলা প্রশাসনের কার্যালয়ের এলএ শাখা সম্পূর্ণ দালালমুক্ত। বিনামূল্যে সরকারি ফি প্রদান সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।’ এছাড়াও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের কারো কাছ থেকে কেউ ঘুষ দাবি করলে সরাসরি তার নিকট যোগাযোগের অনুরোধ জানান।

 

রাজশাহী ওয়াসা’র ভূ-উপরিস্থ পানি শোধনাগার শীর্ষক প্রকল্পে নগরীর মো আব্দুল গণি পেয়েছেন ১৬ লাখ ৯১ হাজার ৩৬৭ টাকা। বিসিক শিল্প নগরী প্রকল্পে নগরীর মো. এরশাদ আলী পেয়েছেন ১১ লাখ ২৪ হাজার ৮৬০। এছাড়াও নগরীতে সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় পবা উপজেলার বায়া এলাকার আবদুস সাত্তার পেয়েছেন ১ কোটি ২ লাখ ৮৯ হাজার টাকা। তিনি জানান, আমার ৬ কাঠা জমি গুদাম নির্মাণের জন্য অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন। এই টাকা পেতে ভূমি অধিগ্রহণ শাখা থেকে কোন ধরনের হয়রানি হতে হয় নাই। দ্রæত সময়ের মধ্যে আমি জমির সমুদয় অর্থ পেয়েছি। সেই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট