1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
রংপুর শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবি সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ের পুষ্টিগুন মাছের শুকটি রপ্তানি হচ্ছে দেশ-বিদেশে নাচোল বরেন্দ্র অঞ্চলে  দিন দিন হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও রস   বাড়তি দামের কারণে ব্যয় বাড়ছে নিত্যপণ্যর ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা 

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে জামানত হারালেন ৫৪ প্রার্থীর মধ্যে দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………………..

রাজশাহীর বাঘা পৌর নির্বাচনে ৫মেয়র প্রার্থীসহ ৫৪ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন দুই মেয়র প্রার্থীসহ ১৬ জন। নির্বাচনের বিধি মোতাবেক প্রদানকৃত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন তারা।

 

মেয়র পদে জামানত হারানো ২জন হলেন- দলীয় প্রতীক বিহীন পৌর বিএনপির সভাপতি (বহিস্কৃত)কামাল হোসেন (কম্পিউটার),নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস (মোবাইলফোন)। এই দুই মেয়র প্রার্থী ছাড়াও জামানত হারিয়েছেন- সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সহ ১৪ জন । এরা হলেন-সংরক্ষিত মহিলা আসন ২ এর মোসাঃ রঞ্জনা বেগম(চশমা), ৩ এর পাপিয়া সুলতানা(দ্বিতল বাস),মোসাঃ রিনা খাতুন(আনারস)। সাধারন ওয়ার্ড কাউন্সিলর-১ এর রাশিদুল ইসলাম(ডালিম),২ এর রেজাউল করিম(ডালিম),৩ এর মোঃ সজল আহমেদ(টেবিল ল্যাম্প),মোঃ সাইফুল সেখ(পাঞ্জাবি),৪ এর মোঃ আরিফুল ইসলাম(টেবিল ল্যাম্প),মোঃ মাহাবুল ইসলাম সুমন(ব্লাকবোর্ড),৫ এর মোঃ আমিরুল ইসলাম(ডালিম),মোঃ মিজানুর রহমান(উটপাখী),৬ এর মোঃ ফিরোজ আলী(ডালিম),মোঃ মহিদুল ইসলাম((টেবিল ল্যাম্প) ও ৮ নম্বর ওয়ার্ডের মোঃ মিজানুর রহমান(পানির বোতল)। সদ্য সমাপ্ত নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ মোট ৫৪ জন প্রতিদ্বদ্বিতা করেছেন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৩৬ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদপ্রার্থী ১৩ জন।

 

উল্লেখ্য গত ২৯ ডিসেম্বর বৃহসপতিবার বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোট গ্রহণ শেষে রাত ১০ টার দিকে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, পৌর নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২৪ হাজার ১১০ এবং বাতিল ভোট ১৬৯টি। মোট ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ৬৬৯।

 

বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫,৮৪৬ ভোট বেশি পেয়ে পৌরসভার মেয়রের আসনে বসতে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ১২০৩৩। আক্কাছ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট। জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সহকারি অধ্যাপক সাইফুল ইসলাম ‘নারিকেল গাছ’ প্রতীকে পেয়েছেন ৩,৪৮৫ ভোট, বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন‘কম্পিউটার’প্রতীকে পেয়েছেন ১,৯৮৩ ভোট। অন্যদিকে আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলীর পাওয়া ভোটের চেয়ে ১১ হাজার ৬১১ ভোট কম পেয়ে ৫ম হয়েছেন ভোট পাগল ইসরাফিল বিশ্বাস। তিনি ‘মোবইল ফোন’ প্রতীকে পেয়েছেন ৪২২ ভোট। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট