গাইবান্ধা জেলা প্রতিনিধি………………………………………
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন মোঃ আব্দুল মজিদ কাজীর বিরুদ্ধে বাল্যা বিবাহ পড়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ২৬/০১/২০২২ ইং তারিখে শোভাগন্জ মধ্যা শান্তিরাম মহসিন মিয়া কন্যা মুন্নি আক্তারকে অন্য বাড়িতে নিয়ে গিয়ে ভোটার আইডি কার্ড না থাকায় বিশ হাজার টাকা খেয়ে মোঃ আব্দুল মজিদ কাজী বাল্যা বিবাহ সম্পন্ন করেন। ছেলে পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং মেয়ে পক্ষ থেকে ১০ হাজার টাকা নিয়েছেন।
‘‘১৮ আগে বিয়ে নয় কুড়িতে বুড়ি নয়’’ এই শ্লোগান বতর্মান সরকারের। অথচ আব্দুল মজিদ কাজী মানছে না। তিনি আইনের তোয়াক্কা না করে দেদারসে বাল্য বিবাহ সম্পন্ন করছেন। গরীব পিতা-মাতা অনটনের কারণে বিয়ে দিতে বাধ্য হচ্ছেন। আর ভন্ড কাজী তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতি নিয়ত এ অঞ্চলের বাল্যা বিবাহ দিয়ে আইন অমান্য করে চলেছে। কারণে অকারণে অনেক মেয়ের জীবন আকালে নষ্ট হযতে সাহায্য করছে কাজী আব্দুল মজিদ। শান্তিরাম ইউনিয়নের কাজী মোঃ আব্দুল মজিদ এর বিরুদ্ধে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী নিকট এলাকাবাসী আবেদন জানিয়েছেন। তার কাজীর লাইনেন্স বাতিল করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।#