1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে ডাইংপাড়া বণিক সমিতির নির্বাচনে মিলন সভাপতি, শরিফুল সাধারণ সম্পাদক রাজশাহী মহানগরীর ভদ্রার মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন জামায়াতে ইসলামীর আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথ সভা সাপাহার উপজোর আইহাই ইউনিয়ানের  হতদরিদ্র মোঃ সাইজউদ্দীন ’র বিড়ম্বনার গল্প বৈষম্য বিরোধী ছাত্র ও পরিচয় সংস্কৃতির  রাজশাহীতে বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ স্মৃতি সভা  অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন  পঞ্চগড়ের জালাসি এলাকায় বিএনপির  আলোচনা সভা ও দোয়ার মাহফিল  শিবগঞ্জে জাতীয়বাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কালীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে সচেতনতা মূলক সেমিনার

৬ নাতি-নাতনীর দাদাও রাজশাহী যুবলীগের সভাপতি, সাঃসম্পাদক

  • প্রকাশের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………………………….

রাজশাহীতে একেক নেতা দুই যুগেরও বেশি সময় ধরে যুবলীগের কমিটিতে পদ নিয়ে আছেনজেলা ও মহানগর যুবলীগের কমিটিতে থাকা অধিকাংশের বর্তমান বয়স ৫৫ থেকে ৬০ বছরের বেশীকোনো কোনো যুবলীগ নেতার বয়স ৬০ পার হয়ে ৬৫


রাজশাহী জেলা ও মহানগরের সভাপতি ও সাধার সম্পাদকের বয়স এখন ৭০ এর কোঠায় তারা  এখন ৬-৭ নাতি নাতনীর দাদাতবুও তারা যুবলীগের নেতা

 

অবিশ্বাস্য হলেও রাজশাহী মহানগর যুবলীগে বাবার সঙ্গে ছেলেও একই কমিটিতে পদ নিয়ে আছেনতার মানে বাবা যুবলীগ, ছেলেও যুবলীগ

 

এছাড়াও জেলা যুবলীগের আবু সালেহ ২৪ বছরের বেশি কমিটির বিভিন্ন পদে আছেনসভাপতি হিসাবে আছেন ১৮ বছর ধরে

 

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের কমিটি হয়েছিল ২০১৬ সালের ৫ মার্চএই দুই কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০১৮ সালের ৬ মার্চনানা অজুহাতে জেলা ও মহানগর যুবলীগের নতুন কমিটি আর হয়নিকেন্দ্রেরও বিশেষ চাপ না থাকায় সম্মেলনের তাগিদও নেই কারওএর ফলে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের দলীয় কর্মকাণ্ড রাজশাহীতে প্রায় নেই বললেই চলে। 

 

সাংগঠনিক কর্মকাণ্ড ছেড়ে যুবলীগের বুড়ো নেতারা ব্যবসা-বাণিজ্য, ঠিকাদারি ও জমি কেনাবেচার কাজে মগ্নকারও কারও বিরুদ্ধে জমি দখল আর টেন্ডারবাজিরও অভিযোগ আছে

 

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী দুই যুগ আগে যুবলীগে আসেনআগে ছিলেন সংগঠনের সহ-সভাপতি২০০৪ সাল থেকে সভাপতি পদে আছেনসভাপতি রমজান আলীর ছেলে রায়হানুর রহমান রয়েল এখন একই কমিটির সাংগঠনিক সম্পাদক রমজমান আলীর তিন ছেলে সোহেল, জুয়েল ও রয়েলের বিয়ে-শাদি দিয়েছেনরমজান আলী ৬ নাতি  নাতনীর দাদা হয়েছেন আগেই

 

 আর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুও যুবলীগ করছেন প্রায় ২৫ বছরকবে প্রথম যুবলীগের সংগঠনে এসেছিলেন তা এখন আর কারও মনে নেই

 

জানা গেছে, ১৯৯৭ সালে রমজান আলী মহানগর যুবলীগের সহসভাপতি হনওই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বাচ্চুএরপর ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সম্মেলন হয়এতে রমজান আলী সভাপতি, বাচ্চু সাধারণ সম্পাদক হনতিন বছরের ওই কমিটিতে তারা পার করেন ১২ বছর

 

২০১৬ সালের ৫মার্চ আবার সম্মেলন হয়এই সম্মেলনেও রমজান আলী সভাপতি এবং বাচ্চু সাধারণ সম্পাদক হনএই কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ পান সভাপতি রমজানের ছেলে রায়হানুর রহমান রয়েল। 

 

এছাড়াও এক কিমিটিতে কে কেন পদে আছে সে কমিটি প্রকাশ করেননি তারাঅনুমোদনের পর থেকেই কমিটিটি গোপন রাখার অভিযোগ রয়েছে সভাপতির বিরুদ্ধে

 

এদিকে, তিন বছরের এই কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে তিন বছর আগেকিন্তু এখনো সম্মেলন হয়নিশুধু তাই নয়, দীর্ঘদিন দায়িত্বে থাকলেও রমজান ও বাচ্চু শহরের ওয়ার্ড কমিটিগুলো পুনর্গঠন করতে পারেননিফলে বুড়ো নেতাদের নিয়ে তৃণমূল নেতাকর্মীরাও অস্বস্তিতে ভুগছেন

 

নেতাকর্মীরা আরও জানান, রমজান ও বাচ্চুর ঘনিষ্ঠ কিছু নেতাকর্মী ছাড়া যুবলীগের সবাই এখন সম্মেলনের জন্য মুখিয়ে আছেনবর্তমানে সভাপতি-সম্পাদক পদের জন্য অন্তত ডজনখানেক নেতা প্রস্তুতি নিচ্ছেনসভাপতি-সম্পাদককে ছেড়ে এখন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও মহানগরের সম্ভাব্য সভাপতি-সম্পাদকের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেনপদ প্রত্যাশীদের তালিকায় টেন্ডারবাজ ও ভূমিদস্যু হিসেবে চিহ্নিত এবং নৈতিক স্থুলনের কারণে দল থেকে বহিস্কার হয়েছিলেন এমন নেতাও রয়েছেন

 

জানা গেছে, নগর যুবলীগের সভাপতি হতে কাজ শুরু করেছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সহসভাপতি মোখলেসুর রহমান মিলন এবং নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল মমিন

 

আর সাধারণ সম্পাদক পদের জন্য আগের কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, প্রচার সম্পাদক মাজেদুল আলম শিবলী, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার এবং বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের নাম শোনা যাচ্ছে

 

এদের মধ্যে ক্লিন ইমেজের তরুণ নেতা হিসেবে পরিচিত তৌরিদ আল মাসুদ রনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ঘনিষ্ঠপদ প্রত্যাশী

 

পদপ্রত্যাশী শফিকুজ্জামান শফিক বলেন, ‘অনেক দিন ধরেই মহানগর যুবলীগে একই নেতৃত্বকর্মীরা এখন সম্মেলন চানতারা মনে করছেন যে, সাবেক ছাত্রনেতারা যুবলীগের নেতৃত্বে এলে ভালো হবেআমি নেতাকর্মীদের মতামতকে সম্মান জানিয়ে তা গ্রহণ করব

 

যুবলীগ নেতা নাহিদ আক্তার নাহান বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় সংগঠনটি প্রায় স্থবির হয়ে পড়েছেএ অবস্থায় দ্রুত সম্মেলন দরকার

 

মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, ‘বছরের পর বছর ধরে সম্মেলন না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে, সেটি আর থাকবে নাআমরা সবাই মিলে সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাবএ লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট