নাজমুজ সাকিব, ববি প্রতিনিধি ……………………………………..
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির জন্য তিনটি ইউনিটে ১৪৯০ আসনের বিপরীতে ৩১ হাজার ৪৪১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ জন।
মোট তিনটি ইউনিটের মধ্যে বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিটে ৭৫০টি আসনের বিপরীতে ১৭ হাজার ৩৫০ জন, মানবিকের ‘খ’ ইউনিটে ৪২১টি আসনের বিপরীতে ৯৩৩৮ জন ও ব্যবসায় শাখার ‘গ’ ইউনিটে ৩১৯ টি আসনের বিপরীতে ৪ হাজার ৭৫৩ জন আবেদন করেছে। আগামী ৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তির টেকনিক্যাল কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক রাহাত হুসাইন ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এবছর দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছিল ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন শিক্ষার্থী।