1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বটিয়াঘাটা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান 

রাজশাহীতে কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম, বেড়েছে আটা ও মাছের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ………………………………………….

রাজশাহীর বাজারে আটাসহ সব রকমের মাছের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে এবং ব্যবসায়ীদের কাছে জিম্মী হয়ে পড়েছে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে দেশবাসিকে হতবাক করে দিয়েছে। অথচ দাম কমানোর তেমন কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। প্রশাসন এব্যাপারে এখনও মাঠে নামেনি।এভাবে জিনিসপত্রের দাম উদ্ধর্মূখী থাকলে দেশের অনেক মানুষকে অনাহারে অধর্হারে দিন কাটাতে হতে পারে।

 

আজ ২৮ অক্টোবর শুক্রবার রাজশাহীর মাছের বাজার ঘুরে দেখা গেছে, বড় ইলিশ গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১হাজার ৭শ’ টাকা , ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ’ টাকা। গত সপ্তাহের চেয়ে ২০০ টাকা বৃদ্ধি পেয়ে বড় চিংড়ি বিক্রি হচ্ছে ২০০০ টাকা , দেশি চিংড়ি বিক্রি হচ্ছে ৮শ’ টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০০ টাকা বেশি।

 

১০০ টাকা দৃদ্ধি পেয়ে আইড় মাছ বিক্রি হচ্ছে ৬শ’ টাকা। এ সপ্তাহে ২শ’ টাকা বৃদ্ধি পেয়ে গুচি মাছ বিক্রি হচ্ছে ১হাজার ২শ’ টাকা, ১০০ টাকা বেড়ে বাইং মাছ বিক্রি হচ্ছে ৮শ’ টাকা, মিরিকেট মাছ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি যা গত সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেশি।

 

৩০ টাকা বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকা এবং গত সপ্তাহের চেয়ে ৩০ টাকা বৃদ্ধি পেয়ে সিলভার মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। তবে, অপরিবর্তিত থেকে এ সপ্তাহে পাবদা মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।

 

মাছ কিনতে আসা মাসুদ জানান, প্রতি সপ্তাহে মাছ কিনলে আসলে দেখছি মাছের দাম কেজিতে ৫০-১০০ টাকা বৃদ্ধি। এভাবে যদি প্রতি সপ্তাহে মাছের দাম বৃদ্ধি পায় তাহলে আমরা নিম্ন আয়ের মানুষ মাংশের মতো মাছ খাওয়া ছেড়ে দিব। মাছ কিনতে আসা লিজা আক্তার জানান, বাজারে মাছ কিনতে আইসে দেখি গত সপ্তাহের চেয়ে মাছের দাম আবার বেড়ে গেছে। কিছু বলার নাই যেখানে দুই কেজি মাছ কিনতাম সেখানে হয়তো এককেজি কিনবো। আমরা নিম্ন আয়ের মানুষ আমাদের খেয়েতো বাঁচতে হবে।

 

মাছ বিক্রেতা জয়নাল জানান, বৃষ্টি ও মেঘের কারণে জেলেরা মাছ ধরতে পারছে না সে কারণে মাছ কম আসছে। আর আমদানি কম থাকার কারণে আমরা চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করতে পারছি না তাই মাছের দামটা বেশি।

 

এছাড়া এ সপ্তাহে বাজার ঘুরে দেখা যায় মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কম। এ সপ্তাহে ব্রয়লার মুরগি ২৫ টাকা কমে কেজিতে বিক্রি হচ্ছে ১৬৫ টাকা, অপরিবর্তিত থেকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকা এবং এ সপ্তাহে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে। লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ৩৬ টাকা হালিতে।

 

এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। কিছু সবজির দাম কমেছে বলেও জানান সবজি ব্যবসায়ীরা। পূর্বের মূল্যে বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, ফুলকপি ১০০, করলা ৬০, আলু ২৫, ২০ টাকা কমে শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা, টমেটো ১২০ এবং কেজিতে ৮০ টাকা কমে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

 

অপরিবর্তিত থেকে গরু ও খাশির মাংশ বিক্রি হচ্ছে এ সপ্তাহে। গরুর মাংশ বিক্রি হচ্ছে ৬৫০ টাকা কেজি এবং খাশির মাংশ বিক্রি হচ্ছে ৮৫০ টাকা কেজিতে।

 

চাউলের সাথে পাল্লা দিয়ে আটার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। রুটি খেতে ভালবাসে এমন ব্যক্তিরা রুটি খাওয়া ছেড়ে দিচ্ছে আর ডায়াবেটিস রোগিরা দারুন বিভাকে পড়েছে। সাধারণ মানুষ শংকিত হয়ে উঠেছে আটার মূল্য দেখে। বতর্মানে বাজারে আটা ৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যাবসায়ীরা বলছেন আটা, লবণ এর দাম আরো বৃদ্ধির আশংকা রয়েছে। এছাড়া এ সপ্তাহে স্থিতিশীল রয়েছে অন্যান্য মুদিসামগ্রী পণ্যের বাজার। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে দেশবাসি #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট