1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অভয়নগরে রাতের আঁধারে দুর্বৃত্তরা কৃষকের কলাগাছ কেটে সাবাড় করলো  ইরানের সঙ্গে চুক্তির পথে যুক্তরাষ্ট্র: ট্রাম্প লালমনিরহাট বাজারে সীমিত আকারে লিচু সরবরাহ শুরু, তবে দাম অনেক বেশি টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে কোস্ট গার্ড কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্র নিহত খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অবশেষে দ্রুতগতিতে নির্মাণ কাজ শেষ করে উদ্বোধনের অপেক্ষায় “ভোলাহাট ফিলিং স্টেশন” নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে : ডিএমপি কমিশনার রংপুরের বদরগঞ্জে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার আত্রাইয়ে কালভার্ট ভেঙে চার গ্রামের মানুষের ভোগান্তি

রাজশাহীর বাগমারায় বড়বিহানালী ইউপি সদস্য রমজান আলীর বিরুদ্ধে রাস্তা সংস্কারের টাকায় নিজ পুকুর ভরাটের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আবুল কালাম আজাদ…………………………………….

রাজশাহীর বাগমারায় রাস্তা সংস্কারের অর্থ দিয়ে পুকুর ভরাটের অভিযোগ উঠেছে বড়বিহানালী ইউপি সদস্য রমজান আলীর বিরুদ্ধে ।

 

এলাকাবাসী জানান, বড়বিহানালী ইউনিয়নের মন্দিয়াল গ্রামের মোবারক হোসেনের বাড়ি থেকে আবুল হোসেনের বাড়ি পর্যন্ত পুরাতন রাস্তা সংস্কারের জন্য টিআর থেকে এক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু ইউপি সদস্য রমজান আলী ওই রাস্তাটি সংস্কার না করে তিনি তার প্রতিবেশী ভাতিজা শফিকুল ইসলামের সাথে ৫০ হাজার টাকার গোপন চুক্তি করে তার পুকুর ভরাট করেন। সরকারী বরাদ্দকৃত টাকার কাজ না করে তিনি আত্মসাত করেন এবং পুকুর ভরাটের জন্য শফিকের কাছ থেকে আরো মোটা অংকের টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

 

বুধবার স্বরজমিনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। মন্দিয়াল গ্রামের মোজাম্মেল হক, সেলিম রেজা, আরিফ, মোবারক হোসেন, ফেরদৌস, আলতাফ হোসেন, রাসেল, হাতেম আলীসহ অনেকেই জানান, পুরাতন রাস্তা সংস্কারের জন্য সরকারী টাকা বরাদ্দ থাকলেও তিনি সংস্কার কাজ না করে প্রতিবেশী শফিকের পুকুর ভরাট করেছেন। রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর চলাচলের ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।

 

সামান্য বৃষ্টি হলে ওই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ইউপি সদস্যের এমন কর্মকান্ডে হতাশ হয়েছেন এলাকার সাধারন মানুষ। তারা অবিলম্বে রাস্তাটি সংস্কারের মাধ্যমে এলাকার জনগনের চলাচলের পথ সুগম করার দাবী জানান এলাকার সচেতন মানুষ।

 

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রমজান আলী। তিন বলেন,রাস্তা বাকাঁ ছিল,জনগনের চলাচলের সুবিধার্থে রাস্তাটি সোজা করার সময় পাশে থাকা পুকুরে মাটি হয়তো কিছু নামতে পারে। এটা স্বাভাবিক। আমার উপর আনীত অভিযোগ ভিত্তিহীন। তবে ইউপি চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন বলেন, এলাকাবাসীর সুবিধার্থে রাস্তাটি ওই দিক দিয়ে করা হয়েছে বলে জানিয়েছেন।

 

এ ব্যাপারে বড়বিহানালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন বলেন, রাস্তাটি সংস্কারের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। কাজও হয়েছে। ইউপি সদস্যের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ জানার পর পুকুর মালিকের সাথে কথা বলেছেন। পুকুর মালিক সকল ঘটনা অস্কীবার করায় আমি আর কিছুই করতে পারিনি বলে তিনি জানিয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট