1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইটসেভার্স এর সহযোগিতায়,ব্র্যাকের উদ্যোগে দাকোপে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা  কালীগঞ্জে গাজীপুরের নবাগত ডিসির মতবিনিময় আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন পত্নীতলায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ খুব তাড়াতাড়ি সকল পুলিশ ফাঁড়ির কার্যক্রম পুরোদমে শুরু হবে: রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা রূপসা বর্নমালা শিক্ষালয়ে ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা তানোরে বিদ্যুৎ শাটডাউনে জড়িতরা বহাল তবিয়তে রকমারি সবজি চাষে ঝুঁকে পড়েছেন আত্রাই উপজেলার কৃষকরা

নাটোরের লালপুরে বিভিন্ন মাদকদ্রব্য সহ ১০ আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন লালপুর……………………………………………….

নাটোরের লালপুরে ইয়াবা, ফেনসিডিল,হিরোইন ও ইমো হ্যাকার সহ ১০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৮ অক্টোবর ২০২২) তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

 

গ্রেফতার কৃতরা হলেন,লালপুর উপজেলার কুজিপুকুর(রুইগাড়ি) গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ১২টি মাদক মামলার আসামি আসাদুল ইসলাম(৩৩), পাটিকাবাড়ি গ্রামের জয়নাল সরদারের ছেলে আব্দুল্লাহ আল সবুজ(২৫),পাবনার ঈশ্বরদীর পূর্বনুর মহল্লার আফজাল বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস (৩৩),নেঙ্গপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মোজেম ভূঁইয়ার ছেলে ১০টি মাদক মামলার আসামি মুক্তার হোসেন (৪২),পুরাতন ঈশ্বরদী বিদিক মোড় গ্রামের বাবলু শাহের ছেলে সোহেল(২৬), বাওড়া গ্রামের হযরত আলীর ছেলে আল-আমিন (২২), ইমো হ্যাকার অমৃতপাড়া বিশ্বম্ভরপুর গ্রামের মসিরুল মন্ডলের ছেলে আশিক হোসেন(২০)খায়রুল ইসলামের ছেলে আকাশ আলী (২৩),বয়েস উদ্দিনের ছেলে  মোহাম্মদ গোলাম কাওসার (২২) ও আজিম উদ্দিনের ছেলে রোকনুজ্জামান ওরফে রনি (২১)।

 

লালপুর থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে শুক্রবার(৭ই অক্টোবর-২২)উপজেলার নারায়নপুর জামে মসজিদের সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে ১৭ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ ১২টি মাদক মামলার আসামী আসাদুল ইসলাম এবং তাঁর সহযোগি আব্দুল্লাহ আল সবুজ ও হেলাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

 

অপর অভিযানে কেশববাড়িয়া গ্রামের রাস্তার ওপর থেকে ৭০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হিরোইন সহ ১০টি মাদক মামলার আসামি মুক্তার হোসেন সহ তার সহযোগী সোহেল ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। আরেকটি অভিযানে ইমো হ্যাকিংয়ের অভিযোগে নিরাপত্তা আইন ২০১৮ এর ২০/২৪/৩৫-এর আসামি অমৃতপাড়া বিশ্বম্ভরপুর গ্রামের আশিক হোসেন,আকাশ আলী,মোহাম্মদ গোলাম কাওসার ও রোকনুজ্জামান ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, আসাদুলের বিরুদ্ধে লালপুর, ঈশ্বরদী ও বাঘা থানায় ১২টি এবং নেঙ্গপাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন ওরফে মোজেম ভূঁইয়ার ছেলে মুক্তার হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় ১০টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।এ ছাড়াও শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে আটককৃত সবাইকেই শনিবারে আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট