লালপুর, নাটোর প্রতিনিধি…………………………..
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
রবিবার(২রা অক্টোবর-২০২২) উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া মিতালী সংঘ দর্গা ও শিব মন্দির,গৌরিপুর মিস্ত্রিপাড়া শিব মন্দির,পালিদেহা পোপাল মন্দির,লালপুর ইউনিয়নের ত্রিমোহনী শিব মন্দির,মাধবপুর সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির,জোতবৈদকী শিব ও কালী মন্দির,বুধপাড়া শ্রী শ্রী কালিমাতা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শনে যান। এ সময়ের তার সঙ্গে ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর,সহ সভাপতি আ.স.ম মাহমুদুল হক মুকুল,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার,ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারী- সদস্যবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পূজা মন্ডব পরিদর্শন কালে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন,বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার,উৎসব সবার। এই সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।#