
নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন,শিবগঞ্জ: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে মউভুক্ত সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যদের অংশগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে এক উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ-এর উপ-পরিচালক জনাব আবু হাসান মোঃ সাঈদ।
তিনি তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সভায় বিআরডিবির কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিভিন্ন মউভুক্ত সমিতির সভাপতি, ম্যানেজার ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। উদ্ভুদ্ধকরণ সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।#