1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে কৃষি জমি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার,মালামাল উদ্ধার আত্রাইয়ে ভেকু (এক্সকাভেটর) দিয়ে ফসলি জমির মাটি কাটায় পরিবেশ ও কৃষি জমি হুমকিতে বাঘায় খালেদা জিয়ার স্বরণে শোকসভা ও দোয়া মহফিল ১২ ফেব্রুয়ারীর পর চাঁপাইনবাবগঞ্জে আর কোন চাঁদাবাজি চলবে নাঃ নূরুল ইসলাম বুলবুল সব মানুষের দল বিএনপি: বাঘায় বিএনপি নেতা চাঁদ ‎মির্জাপুরে কাঠ বোঝাই ভ্যান উল্টে চালক নিহত ‎ কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুল শিক্ষকের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি ট্রাস্কফোর্সের অভিযানে ১.২৫ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস আজ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মো: আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও প্রতিনিধি : আজ ৩ ডিসেম্বর । আজ ঠাকুরগাঁও  হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে ঠাকুরগাঁও মহকুমা প্রথম  শত্রুমুক্ত হয়। তৎকালীন সময়ে ঠাকুরগাঁও ছিল উত্তরের প্রত্যন্ত অঞ্চলের একটি  মহকুমা। বর্তমানে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার ১০টি থানা ছিল এই মহকুমার অন্তর্গত। হানাদার বাহিনীর বিরুদ্ধে ঠাকুরগাঁওবাসী গড়ে তুলেছিলো দুর্বার প্রতিরোধ। এই প্রতিরোধের কারণেই ১৯৭১ সালে ১৪ই এপ্রিল পর্যন্ত হানাদার বাহিনী প্রবেশ করতে পারেনি ঠাকুরগাঁওয়ের মাটিতে। ১৫ই এপ্রিল ১০টি ট্রাক ও ৮টি জিপে করে মুহুর্মুহু সেল বাজিয়ে ও গুলি বর্ষণ করতে করতে ঠাকুরগাঁও শহরে ঢুকে পড়ে পাক হানাদার বাহিনীর সদস্যরা। তবে তেঁতুলিয়া থানাকে কেন্দ্র করে ১৫০ বর্গমাইলের ১টি মুক্তাঞ্চল গড়ে উঠে। সেখানে পাকবাহিনীর সদস্যরা কখনও
ঢুকতে পারেনি মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে। সেখান থেকেই পরিচালিত হয় চুড়ান্ত লড়াই।
ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধ নতুন শক্তিতে উজ্জীবিত হয়ে ওঠে। নানা কৌশলে আক্রমণ করা হয় শত্রুর ওপর। কখনও সম্মুখ যুদ্ধ আবার কখনও গেরিলা যুদ্ধের মাধ্যমে শত্রুদের পরাস্ত করা হয়। ঠাকুরগাঁও ছিল ৬ নম্বর সেক্টরের অন্তর্ভূক্ত। কমান্ডার ছিলেন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার এম খাদেমুল বাশার। এ সেক্টরে প্রায় ১০ হাজার মুক্তিযোদ্ধা ছিল। সমগ্র সেক্টরে ১২০ টির মত গেরিলা বেইজ গড়ে তোলা হয়। ৮ মে পর্যন্ত সুবেদার কাজিমউদ্দীন অধিনায়কের দায়িত্বে ছিলেন। ৯ মে ক্যাপ্টেন নজরুল কাজিমউদ্দীনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। জুলাই মাসের প্রথম সপ্তাহে স্কোয়াড্রন লিডার সদরুদ্দীন এবং ১৭ জুলাই ক্যাপ্টেন শাহরিয়ার সাব সেক্টরের দায়িত্ব গ্রহণ করেন।
মুক্তিবাহিনীর বীর যোদ্ধাদের গেরিলা আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাক হানাদারেরা। পাক বাহিনীর সদস্যরা ব্রীজ, কালর্ভাট, রেললাইন, পাওয়ার স্টেশন উড়িয়ে দিলেও অকুতোভয় মুক্তিযোদ্ধারা মনোবল হারান নি। বরং তারা সাহসের সাথে যুদ্ধ করে গেছেন। অন্যদিকে পাক হানাদাররা ছাড়াও দালাল ও রাজাকারদের ওপর শাস্তিমূলক আক্রমণ পরিচালনা করা হয় দফায় দফায়। ১৯৭১ সালের ৩০ নভেম্বর এ মহকুমার পঞ্চগড় থানা প্রথম শত্রু মুক্ত হয়। পঞ্চগড় হাত ছাড়া হওয়ার পর পাকবাহিনীর মনোবল ভেঙ্গে গেলে তারা পিছু হটে ময়দানদীঘি, বোদা, ভূলী হয়ে ঠাকুরগাঁওয়ে ঘাঁটি স্থাপন করে। ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ আক্রমণ চলতে থাকে পাক বাহিনীর ঠাকুরগাঁওয়ে স্থাপিত ক্যাম্পগুলোর উপর। সে সময়ে পাক সেনারা ৩০ নভেম্বর ভূলী ব্রীজ উড়িয়ে দেয়। তারা সালন্দর এলাকার সর্বত্র বিশেষ করে আখক্ষেতে মাইন পেতে রাখে। মিত্রবাহিনী তাৎক্ষণিকভাবে ভূলী ব্রীজ মেরামত করে ট্যাঙ্ক পারাপারের ব্যবস্থা করে।
১ ডিসেম্বর ভূলী ব্রীজ পার হলেও মিত্র বাহিনী যত্রযত্র মাইনের কারণে ঠাকুরগাঁও শহরে ঢুকতে বিলম্ব হয়। ঐসময় শত্রুদের মাইনে মিত্র বাহিনীর দুটি ট্যাংক ধ্বংস হয়। পরে কমান্ডার মাহাবুব আলমের নেতৃত্বে মাইন অপসারণ করে মিত্রবাহিনী ঠাকুরগাঁও শহরের দিকে অগ্রসর হয়। ২ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে চলে শেষ যুদ্ধ। এ দিন স্থানীয় মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর একটি সমন্বিত দলের সাথে পাক বাহিনীর প্রচন্ড গোলাগুলি হয় সারা রাত। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সাহসী আক্রমনে ভীত হয়ে শেষ রাতে শত্রু বাহিনী ঠাকুরগাঁও থেকে পিছু হটে ২৫ মাইল নামক স্থানে অবস্থান নেয়। ৩ ডিসেম্বর ভোর রাতে ঠাকুরগাঁও শহর হয় শত্রুমুক্ত।
দিবসটি উপলক্ষে আজ বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালন করা হবে। এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছে। যার মধ্যে চিত্রাঙ্কণ ও রচনা লেখা প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, মহান মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধের স্মৃতি চারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠি ঠাকুরগাঁও জেলা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ পৃথক পৃথক নানা কর্মসচি গ্রহণ করেছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
সকালে জেলা প্রশাসক চত্বরে দিনব্যাপি কর্মসূচির যৌথভাবে উদ্বোধন করবেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ভারপ্রাপ্ত সরদার মোস্তফা শাহিন। পরে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁওয়ের প্রথম শহীদ মোহাম্মদ আলীসহ সকল শহীদ এর কবরে, অপরাজেয় ৭১ এ পুস্পমাল্য অর্পণ। সকাল সাড়ে ১০টায় মুক্তির শোভাযাত্রা, দুপুরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান। এছাড়াও বিকেলে সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আতসবাজি ও রাতে ফানুস ওড়ানোর কর্মসুচি নিয়েছে এই সংগঠন অগ্রদূত ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালনে র‌্যালি, আলোচনাসহ নানা কর্মসুচি গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ এই দিবসটি উপলক্ষে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট