
# মশিউর রহমান মানিক, দূর্গাপুর রাজশাহী :“দেশীয় জাত, উন্নত প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে দূর্গাপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন , উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, দুর্গাপুরের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
একাডেমিক সুপার ভাইজার মহিদুল ইসলাম এর সঞ্চালনায় , উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃমোছাঃ জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি র্যালি, মেলা উদ্বোধন এবং স্টল পরিদর্শন শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা সমবায় অফিসার আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, উপজেলা যুব-উন্নয়ন অফিসার দুরুল হোদা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা খাতুন, ঝালুকা ইউপি’র প্যানেল চেয়ারম্যান রাজেনা খাতুন, কিসমতগনকৈড় ইউপি’র প্রশাসক এম এ মতিন, মাড়িয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি,গরুর বাছুর, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনে ৩০টি স্টল অংশগ্রহন করে। এ সময় ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ট খামারীদের মধ্যে পুরুস্কার বিতরন করা হয়।#