
নিজেস্ব প্রতিবেদক, বাগমারা: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এ খাত। প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি সহ বিভিন্ন খামারের পণ্য ও ভেটেরিনারি সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প, বিশেষ করে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প খামারিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নিরলস কাজ প্রশংসার দাবিদার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে প্রদর্শনী পরিদর্শন করে অতিথিরা খামারিদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা প্রদান করেন। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এ ১৮ টি স্টল অংশ গ্রহণ করে। এর আগে প্রদর্শনী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদুজ্জামান।#