
মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সং/ঘ/র্ষে বায়োজিদ (২৭) নামের এক সেনাসদস্য নি/হ/ত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আত্রাই–বান্দাইখাড়া সড়কের আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ি গ্রামসংলগ্ন এলাকায় এ দু/র্ঘ/ট/না ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বায়োজিদ মোটরসাইকেলে করে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মা/রা যান। নি/হ/ত বায়োজিদ নলডাঙ্গা উপজেলার বীরকুটশা দূর্লভপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার মৃ/ত্যু/তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আত্রাই থানার ওসি মুনসুর রহমান দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।#