
# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ষষ্ঠ বারের মতো ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি চার বার বিভাগের শ্রেষ্ঠ হিসাবেও নির্বাচিত হন।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে অবদান রাখায় ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগের সকল স্তরের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম সহ পুলিশের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।#