
বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে তারুণ্যের উৎসব উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের নেতৃত্বে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ওসি আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।#