1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনায় নারীর প্রতি সহিংসতা রোধে অংশীজনদের সমন্বয় কর্মশালা সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নমূলক কাজে নানা অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর পরিদর্শন করলেন পৌর প্রশাসক মো. আতিকুর রহমান বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ভূয়া ডাক্তারের ৬মাসের কারাদন্ড নাচোলে বালাই নাশক ডিলারের কাছ থেকে অবৈধভাবে মজুদ ১৭১ বস্তা সার জব্দ ও জরিমানা মিথ্যা মামলার  প্রতিবাদে ও পরিবারের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন শিবগঞ্জে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে  এক লাখ টাকা জরিমানা মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে আমার প্রত্যাশা: বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শিবগঞ্জে অবৈধ পুকুর খননের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে প্রতারণা করে গাড়ি নিয়ে যুবদল নেতা তন্ময় লাপাত্তা শিবগঞ্জে সড়ক দূর্ঘনায় সবজি বিক্রেতা নিহত

বাঘা পৌরসভার ১০টি কাজের উদ্বোধন, টেকসই কাজের তাগিদ ইউএনও’র

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  বিশেষ প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর আওতায় রাজশাহীর বাঘা পৌর এলাকার উন্নয়নে নগর পরিচালন ও অবকাঠামো প্রকল্প (আইইউজিআইপি)’র ১০ কোটি, ৩৪ লাখ ১০ হাজার ৫৩৭ টাকার প্রাক্কলন ব্যয়ে ১০টি কাজের উদ্বোধন করা হয়েছে। যার চুক্তি মূল্য ৮ কোটি ৫১ লাখ ৭ হাজার ৫২০ টাকা। মোট কাজের ৪.২৯০শ মিটার কার্পেটিং ও আরসিসি রোড ছাড়াও ব্যানাসাইটিং, রিটেইলিং ও আরসিসি ট্রেন এর কাজ রয়েছে। মঙ্গলবার (১৮-০১১-২০২৫) বিকেল ৪টায় বাঘা ওয়াকফ্ এস্টেট মাঠে পৌরসভার আয়োজনে আলোচনা সভা শেষে বাঘা ঈশ্বরদী সড়ক সংলগ্ন মাজার গেট থেকে মাজার পর্যন্ত ও বাঘা মেডিকেল রোডের ইসলামী একাডেমী হয়ে মাজার দিঘির পাড় পর্যন্ত যাতায়াতের রাস্তার কাজের শুভসূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার।

আলোচনা সভায় রাজনৈতিক ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ টেকসই উন্নয়ন কাজসহ পৌরসভার গুরুত্বপূর্ণ যেসব রাস্তার কাজ হয়নি,অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলো করার দাবি করেন। তারা বলেন ৫ আগষ্টের আগে পৌরসভার যেসব রাস্তার কাজ হয়েছে সেগুলো মানসন্মত হয়নি। কয়েক বছর যেতে না যেতেই নষ্ট হয়ে গেছে। এতে অর্থের অপচয় হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যকালে ইউএনও বলেন, প্ল্যানিং কিংবা স্বদিচ্ছার অভাবে বিগত সময়ে নিম্নমানের কাজ করে যে হতাশার জন্ম দিয়েছে,আমরা চাই না তার পুনরাবৃত্তি করতে। পরবর্তী কাজগুলো সুষ্ঠু ও সুন্দর হোক, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে এই প্রত্যাশা করছি। এজন্য সার্বিক সহযোগিতার কথা বলেন ইউএনও। জনগনের কাজে লাগে এজন্য কাজের গুনগত মান বজায় রেখে এই প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে আহ্বানও জানান ইউএনও ।

তিনি আরো জানান, শর্ত সাপেক্ষে প্রকল্প অনুমোদন হয়। যার মধ্যে হোল্ডিং ট্যাক্স,পৌরসভার কর্মকর্তা কর্মচারিদের বেতন পরিশোধসহ আরো কিছু শর্ত রযেছে। পৌরসভার দায়িত্ব গ্রহনের পর, কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন বাকি ছিল, সেগুলো পরিশোধ করা হয়েছে। পৌরসভার বিদ্যুৎ বিল রানিং পর্যায়ে। রাস্তা ও পৌর সড়কে আলোকবাতিসহ পৌরসভার জনকল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ অব্যাহত থাকবে। সেক্ষেত্রে পৌরসভার সেবা প্রত্যাশীরা যেন পৌরসভার উন্নয়নের অংশীদার হয়ে পৌরনীতি মেনে চলেন।

স্বাগত বক্তব্যকালে প্রকল্পের কাজগুলো জনসন্মুখে তুলে ধরেন, উপজেলা প্রকৌশলী এজাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি)ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড কাউন্সিলর আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর তফিকুল ইসলাম তফি, বাঘা পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাবদার হোসেন, বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,সমাজ সেবক আব্দুর রহমান এছা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাঘা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

উপস্থিত ছিলেন,উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন, সমাজ সেবা অফিসার ও পৌর কাউন্সিলর মাসুদ রানা,যুব উন্নয়ন অফিসার ও ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম, বাঘা পৌরসভার নির্বাহি কর্মর্কতা(ভারপ্রাপ্ত) প্রকৌশলী তাজুল ইসলাম,উপসহকারি প্রকৌশলী মুকুল হোসেন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ-গনমাধ্যমকর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট