নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: ভোটারদের কাছে গিয়ে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেছেন রাজশাহী-৪ বাগমারা আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা.আব্দুল বারী। গতকাল রবিবার বিকাল থেকে সন্ধ্যা রাত পয়ন্ত তাহেরপুর পৌরসভায় জামায়াতের নেতাকমীদের সাথে নিয়ে তাহেরপুর-হাট বাজারের বিভিন্ন সড়কের ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ এবং আগামী সংসদ নির্বাচনে জামাতের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলাম আল্লাহর আইন বাস্তবায়ন চায় সৎ লোকের শাসন চাই। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজী মুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাল্লাহ। তিনি বলেন,স্বৈরাচার শেখ হাসিনা গত ১৭ বছর ধরে জামায়াত, ছাত্রশিবির ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। তারপরও কোনো কিছুতেই জামায়াতে ইসলামী থেমে থাকেনি। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ গড়বে। তিনি আগামী নির্বাচনে সকল স¤প্রদায়ের সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর জামায়াতের আমির অধ্যাপক শহীদুজ্জামান মীর, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল,জামায়াত নেতা আব্দুর রহিম,ডাবলু,মারুফ,কাফি প্রমুখ।#