আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনা, পরিবীক্ষণ ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং সকালে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসায়ীদের জন্য সহজতর সেবা প্রদান, রাজস্ব আহরণ বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষা ও বন্দরের ভৌত অবকাঠামো উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আমদানি-রপ্তানিকারক, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জোরদার করে বন্দরের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার প্রস্তাব উঠে আসে।
এসময় উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিনের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ একরামুল হক, সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিন ইতি, উপদেষ্টা মোঃ নাসিম, সিএন্ডএফ, শ্রমিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, সোনামসজিদ স্থলবন্দর দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর হওয়ায় এর সুষ্ঠু পরিচালনা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, পণ্য পরিবহন সহজীকরণ ও নিরাপত্তা জোরদারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সোনামসজিদ স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আইন-কানুন মেনে বন্দর পরিচালনায় সহযোগিতা করতে হবে। জেলা প্রশাসন সর্বদা বন্দর এলাকার শৃঙ্খলা বজায় রাখা ও সমস্যা সমাধানে দৃঢ় ভূমিকা পালন করবে।#