বিশেষ প্রতিনিধি: আর্থিকভাবে অসচ্ছল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। শিক্ষার্থী সোহানুর রহমান মিম রাঃবিঃ এর মনোবিজ্ঞান বিভাগের (২০২০-২১) সেশনের।
জানা যায়, ওই শিক্ষার্থী ৩য় বর্ষের ভর্তির টাকা ম্যানেজ করতে পারছিলেন না। এই বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর কানে পৌঁছালে তিনি রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার এর মাধ্যমে ভর্তির সকল ব্যবস্থা করে দেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) তাকে এ সহায়তা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ,সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।
শামীম সরকার জানান,পরবর্তীতে যেকোনো বিষয়ে তার পাশে থাকার জন্য আশ্বস্ত করেছেন নাছির উদ্দিন । শিক্ষার্থী সোহানুর রহমান মিম রাজশাহীর মোহনপুর থানার কেশোরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের আশিকুল ইসলাম মমিনের ছেলে।
তিনি জানান, দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। যাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ তাদের পাশে যদি এভাবে ছাত্র সংগঠনের ভাইয়েরা দাঁড়ায়, তাহলে পড়াশোনা চালিয়ে যেতে তাদের বিঘ্ন ঘটবে না বলে মনে করেন।
নাছির উদ্দিন বলেন, আমি মনে করি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার দায়িত্বের অংশ এবং এটা আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানেরও শিক্ষা।
তিনি আরও বলেন, ‘গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকেই আমি শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি।#