# নাহিদ জামান, খুলনা: খুলনা জেলার ঐতির্য্য রূপসী রূপসার জন্মদিনে আমাদের রূপসা ম্যাগাজিনের পরিচালনা পরিষদের আয়োজনে ১৪ সেপ্টেম্বর বিকালে রূপসা মহিলা কলেজ মিলনায়তনে ম্যাগাজিনের ২য় সংখ্যা প্রকাশ, মতবিবিনিময় ও প্রস্তাবনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খুলনা জেলার ঐতির্য্য রূপসি রূপসা উপজেলা। এই উপজেলায় বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের পুর্বপুরুষের বাড়ী। এখানে রয়েছে খান জাহান আলী (রাঃ) বহু স্মৃতি, বীর শ্রেষ্ট রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লার মাজার, নেহাল শাহ্ এর মাজার, স্মৃতি বিজরিত কুদির গাছতলা যেখানে হিন্দু ধর্মালম্বীদের উপস্যনালয়ের স্থান, স্মৃতি বিজরিত কাজীর পুকুর, বহু জমিদারদের জমিদারির নির্দেশন। ব্রিটিশ আমল থেকে সকল দলের নেতৃত্বদানকারী কেন্দ্রীয় নেতাদের আবাস স্থল, এছাড়া খুলনার উৎপত্ত্বিও রূপসার কিসমত খুলনার নাম অনুসারে। সেই হিসাবে ১৪ সেপ্টেম্বর রূপসা উপজেলার জন্মদিনে আমরা রূপসা দিবস ঘোষনার দাবী জানাই। এই দিনটি যাতে সরকারি ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করতে পারি তারও দাবী জানাই। অনুষ্ঠানে প্রধান অতিথীর
বক্তৃতা করেন, সিনিয়র সাংবাদিক রাজু আহমেদ খান শহীদ। আমাদের রূপসা ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক এফ এম বুরহান এর সভাপতিত্বে, মাহমুদুল মুরসালিন পরিচালনায় বিশেষ অতিথীর বক্তৃতা করেন সাংবাদিক খাঁন নাহিদুজ্জামান, মোঃ খবির উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী স্বপণ স্বর্ণকার, বিশিষ্ট লেখক ও কবি আশিক বাবু, শামীম চৌধুরী মিঠু, খুলনা জেলা ইসলামী ছাত্র আন্দোলন সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,আমাদের রূপসা ম্যাগাজিনের বার্তা সম্পাদক শহিদুল্লাহ আল আজাদ,আপোস ইয়োথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা রিদুয়ানুল রোহান,আমাদের রূপসা ম্যাগাজিন সহ প্রচার সম্পাদক মুন্না হাসান , ঘাটভোগ ইউনিয়ন প্রতিনিধি ইনজামামুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন প্রতিনিধি আহমেদ আলমাস ইসলামী যুব আন্দোলন সিংহের চর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মাহফুজ, তরুণ কবি ইমাম হাসান প্রমূখ।
আলোচনা শেষে আমাদের রূপসা ম্যাগাজিনের ২য় সংখ্যার মোড়ক উম্মচন করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন নাহিদ জামান ও আশিক বাবু।#