# বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় বিল দখল পাঁয়তারা এবং ২৭ লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে । ১৪ সেপ্টেম্বর রবিবার বিকেল চার’টায় বাগমারা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিবাদমান গাওড়া বিলটি বাগমারা ও দুর্গাপুর উপজেলা সীমান্তে অবস্থিত। লিজ গ্রহিতা বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের রহিদুল ইসলাম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, বৈধ ভাবে লিজ নিয়ে মাছ লালন-পালন ও রক্ষণাবেক্ষণ করে আসছি। হঠাৎ পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের প্রভাবশালী আনোয়ার হোসেন রকেট ২৭ লক্ষ টাকা দাবী করে বসেন। টাকা না দেওয়ায়, গাওড়া বিলের বাঁধ কেটে বিলে পানি প্রবেশ করান এবং মৎস্য চাষের উপকরণ ভাঙচুর করেন। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী রহিদুল ইসলাম দুষ্কৃতকারীদের শাস্তি দাবী করেছেন। মুঠোফোনে অভিযুক্ত আনোয়ার হোসেন রকেট বলেন,এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।বিষয়টা স্থানীয় ভাবে নিষ্পত্তি করা হয়েছিলো।#