1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়ালে মিলছে প্র‌য়োজনীয় কাপড়‌ বিএসটিআই’র অনুমোদনবিহীন ‘সরিষার তেল’ বাজারজাতকারী নিউ খান ফুড প্রোডাক্টস কে জরিমানা চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিএনপি’র মনোনয়ন  পরিবর্তনের দাবী রহনপুর  ডাকবাংলো এলাকায় পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে বিএনপির নির্বাচনী মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত ধোবাউড়ায় থানায় এএসআই শরিফ ও এএস আই দেলোয়ারের মধ্যে লাঠালাঠি,  দেলোয়ার  আহত বাঘা বাজারে অভিনব কায়দায় চুরি, ধরা পড়ল সিসি ক্যামেরায় তানোরে র‍্যাবের অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পৃথক  অভিযানে ১শ’ ১৮বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -৬ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের সেমিফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি: মাসুদের গণসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত লিফলেট বিতরণ, গণসংযোগ কুশল বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা ও আহসানুল্লাহ হল সাবেক ভিপি বুয়েট, ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে। দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে চলমান আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগে অংশ নিয়ে তিনি জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় সমস্যার কথাগুলো শোনেন সাধারণ মানুষের মুখ থেকে। সেই সঙ্গে সেসব সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়াও প্রায় প্রতিদিন সকাল, বিকেল ও রাতে নিয়মিতভাবে এলাকায় জনসংযোগ ও দোয়া প্রার্থনা করেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত পবিত্র শুক্রবারের নেতাকর্মীদের নিয়ে জুম্মার নামাজ আদায় করেন রহনপুর বড়বাজার মসজিদে, দ্বিতীয় দফায় বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন সাবেক এই পরীক্ষিত ছাত্রনেতা। সকাল ৯.০০ টায় রহনপুর পৌর এলাকার ধুলাউড়ি বাজার থেকে তার নেতৃত্বে এক গণসংযোগে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার এবং প্রবীণদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে অবস্থান, জনসংযোগ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার কারণে ইমদাদুল হক মাসুদ ইতোমধ্যেই ভোটারদের মধ্যে পরিচিতি এবং আস্থার জায়গা তৈরি করে নিচ্ছেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে, তুখোড় সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন, জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে। আমার লক্ষ্য হচ্ছে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন আনা এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও আধুনিক করা। আল্লাহ আমাকে সুযোগ দিলে নাচোল- গোমস্তাপুর- ভোলাহাটকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।

এ সময় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নে বড়দাদপুর খালেদ আলী মিঞা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। গোমস্তাপুর উপজেলা বিএনপির আহবায়ক ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়জ্জেম হোসেনের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বিএনপি’র এক জনসভায় যোগদেন। এবং তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন এ সময নারীসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট