ক্যাপশন: অসুস্থ প্রবীণ সাংবাদিক পদ্মারবাণীর সম্পাদক মো. আসলাম আহম্মেদ এর পাশে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পদক রোকনুজ্জামান রোকন ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কৃতি সন্তান, আশি দশকের তুখোড় প্রবীণ সাংবাদিক দৈনিক পদ্মারবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আসলাম আহম্মেদ দীর্ঘদিন থেকে ডায়াকেটিকস ও অন্যান্য অসুখে ভুগছেন। অসুস্থতায় এ প্রবীণ সাংবাদিক কে আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর সিপাইপাড়া নিজ বাসভবনে দেখতে গেলেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক দৈনিক লালগোলাপ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদক মো. রোকুজ্জামান রোকন ও বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আজিবার রহমান।
এ প্রবীণ সাংবাদিকের পাশে তারা কিছু সময় কাটান এবং তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন। তারা সাংবাদিক আসলাম আহম্মেদ এর দ্রুত রোগ আরোগ্য কামনা করেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে হাসি-খুশিভাবে মতবিনিময় করেন। অসুস্থতার কারণে ঠিকমত কথা বলতে না পারলেও তার হাসিমাখা মুখ দেখে বুঝা গেল এ গণমাধ্যম কর্মীদের দেখে তিনি খুব আনন্দিত হয়েছেন।
সাংবাদিক আসলাম আহম্মেদ ছিলেন একজন সৎ ও নির্ভিক সাংবাদিক । তার সাংবাদিকতা জীবনে কখনও তিনি অন্যায়ের কাছে মাথানত করেননি। পকেটে অঢেল অর্থ না থাকলেও তিনি সততাকে বির্জন দেননি। তাঁর জীবনের পড়ন্ত বিকেলে এ সাংবাদিকের পাশে সকল শ্রেণির সচেতন মানুষ এগিয়ে আসলে তিনি বেঁচে থাকার উৎসাহ পাবেন। সাংবাদিক রোকনুজ্জামান রোকন ও আজিবার রহমান সকল সাংবাদিক ও সকল পেশাজিবী সংগঠনের কাছে উদাক্ত আহবান জানিয়েন তাঁর এবং তাঁর পরিবারের পাশে সকলকে দাঁড়াতে। যেন তিনি প্রবল ইচ্ছা শক্তি সাহস নিয়ে বেঁচে থাকতে পারেন।#