
মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর বিশেষ অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ২৮০ গ্রাম গাঁজা, ০৬টি মোবাইল ফোন, ০৬টি সীম কার্ড এবং নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দাসপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ মাদক চক্র মাদক কেনাবেচা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ০৭ সেপ্টেম্বর রাত ১২টা ১০ মিনিটে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ সেলিম রেজা (৫৫), পিতা-মোঃ শাসছুদ্দিন মোল্লা, সাং-লক্ষীপুর ভাটাপাড়া। ২। মোঃ বুলেট ওরফে রুবেল (৩০), পিতা-আঃ রহিম, সাং-বন্ধগেইট বিলশিমলা। ৩। মোঃ রিদয় (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-লক্ষীপুর ভাটাপাড়া। ৪। মোঃ শিহাব আহমেদ শিশির (২২), পিতা-মৃত শরিফুল ইসলাম, সাং-কাজিরহাট। ৫। মোঃ আনোয়ার হোসেন (৪৭), পিতা-মৃত আইয়ুব আলী, সাং-আলীগঞ্জ জামাল মন্ডলের মোড়। ৬। মোঃ জয়নাল আবেদীন জনি (২৫), পিতা-মোঃ সাজ্জাদ আলী, সাং-আদর্শগ্রাম লিলিহল। ৭। জীবন বিশ্বাস (২৩), পিতা-ফিলিপ বিশ্বাস, সাং-মিয়াপুর। ৮। মোঃ সাজিদ আলী (২২), পিতা-মৃত আজাদ আলী, সাং-থানা-কর্ণহার। ৯। মোঃ জাফর সাদিক অভি (২২), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-মাদারীগঞ্জ, থানা-বাগমারা; এ/পি সাং-ছোটবন গ্রাম, থানা-চন্দ্রিমা। ১০। মোঃ সৌরভ হোসেন (২৪), পিতা-মোঃ সুমন ইসলাম, সাং-নওদাপাড়া মেহেরের মিল, থানা-শাহমখদুম। ১১। মোঃ আরিফুল ইসলাম (৩৬), পিতা-লিয়াকত আলী, সাং-পুরাতন মধুপুর, থানা-দামকুড়া। ১২। মোঃ আলমগীর হোসেন (৫০), পিতা-মৃত কোরবান আলী, সাং- কাপাশিয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী। ১৩। মোঃ ইউনুস আলী (৪২), পিতা-লাল মোহাম্মদ, সাং-কুমিরজান, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
র্যাব-৫ জানায়, ধৃত আসামিরা সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। এছাড়াও তারা নিজেরাও বিভিন্ন প্রকার মাদক সেবন করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#