
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপির আড়ানী পৌরসভার ৯ নম্বর (রুস্তমপুর) ওয়ার্ড দলনেতা রায়হান আলীর উদ্যোগে ফলজ-ভেষজ বৃক্ষের চারা রোপন ও বিতরণ করা হয়েছে। রোববার(০৭-০৯-২০২৫) উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনসহ রাস্তার দু’পাশে বৃক্ষরোপন এবং পথচারির মধ্যে চারা বিতরণ করা হয়।
বিভিন্ন প্রজাতির ১০০০ (এক) হাজার চারার মধ্যে ছিল-কান্দাল,শিশির,খয়ের ,বকুল ফুল,জলপাই ও কাঁঠালসহ পেয়ারা।
উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ রুস্তমপুর উচ্চ বিদ্যালয়, শিক্ষক আব্দুল হান্নান,ওহিদুল ইসলাম, মাসুদ রানা, সমাজসেবক হাবিবুর রহমান টিটু, পল্লী চিকিৎসক আকছেদ আলী,৭ নম্বর ওয়ার্ড দলনেতা মতিউর রহমান, আনসার ভিডিপি সদস্য মারুফ হোসেন, সাগর, সাব্বির, ফাহিম, শাকিব, জহুরুল, শান্ত প্রমুখ। চারা পাওয়া পথচারী হাফিজুল ইসলাম এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
রায়হান জানান,বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে তার নিজের এই উদ্যোগ। #