শাহরিন সুলতানা সুমা, জেলা প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা পূর্ব প্রতাফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াচ ব্লক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ঠিকাদার ওয়াচ ব্লক নির্মাণে রড ব্যবহার না করে ভাঙা পাইপ ব্যাবহার করে অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ওয়াচ ব্লক তৈরি করে সরবরাহ করার চেষ্টা করছে। সুকৌশলে নিম্নমানের ২ নম্বর ইট, বালু, সিমেন্ট ও রড ব্যাবহার করে নিম্নমানের রড দিয়ে বালু দিয়ে উক্ত প্রাইমারী স্কুলের কাজ করছে ঠিকাদার। অথচ সংশ্লিষ্ট বিভাগ কাজটি তদারকিতে অনীহা প্রকাশ করছে বলে এলাকাবাসির অভিযোগ।
এ ধরণের নিম্নমানের কাজ বন্ধ করে সঠিক নিয়মে কাজ করার জন্য এলাকাবাসি রংপুর বিভাগী কমিশনার, জেলা প্রশাসক গাইবান্ধা,সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার , জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার সাদুল্যাপুর-এর দপ্তরে অভিযোগপত্র দাখিল করেছেন।#