1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে  জামায়াতের মানববন্ধন আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন কচুয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ তানোরে কৃষি জমির মাটি কেটে বাড়ি নির্মাণ, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে খনন কাজ গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চোলাইমদসহ একজন গ্রেপ্তার জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত

খুলনা বিশ্ববিদ্যালয়ে পিআইবি’র মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু ‎

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা থেকে:‎ ‎খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ১০ আগস্ট রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতায় একাডেমিক ও পেশাগত দিক একে অপরের পরিপূরক। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের একাডেমিক উৎকর্ষ অর্জনের পাশাপাশি পেশাগতভাবে আরও দক্ষ হওয়া প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ সেই দক্ষতা বাড়াতে সাহায্য করবে। তিনি বলেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র উঠে আসে। তবে এটি কারও ক্ষতির উদ্দেশ্যে হওয়া উচিত নয়। গঠনমূলক সমালোচনা থাকা উচিত, কিন্তু তা যেন কাউকে হেয়প্রতিপন্ন না করে। সমাজের কাউকে হেয় করা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। ‎

উপচার্য ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশে বলেন, সংবাদ পরিবেশনের সময় বানান, বাক্য গঠন, বস্তুনিষ্ঠতা, সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতার দিকে বিশেষ নজর দিতে হবে। সংবাদে ভুল হলে কেবল সাংবাদিকের যোগ্যতা নিয়েই প্রশ্ন ওঠে না, বরং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে। ‎সিটিজেন জার্নালিজমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরছে। এটি মূল সাংবাদিকতা না হলেও সিটিজেন জার্নালিজম, যা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ঢাকার সাংবাদিকতা ও আঞ্চলিক সাংবাদিকতা আলাদা। আঞ্চলিক পর্যায়ে সাংবাদিকদের অলরাউন্ডার হতে হয়, সব ধরনের খবর নিজেকেই করতে হয়। ক্যাম্পাস সাংবাদিকদের রিপোর্টিংয়ের সুযোগ সীমিত, তাই সাধারণ সংবাদের পাশাপাশি বিশ্লেষণধর্মী ও মানবিক রিপোর্টে মনোযোগী হতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে, যাতে সহজেই তথ্য পাওয়া যায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। সঞ্চালনা করেন ক্যাম্পাস রিপোর্টার সুমাইয়া আক্তার। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট