1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
গোদাগাড়ীতে চায়না প্রজেক্টে শ্রমিক অসন্তোষ: ৯ দফা দাবিতে কর্মবিরতি ও মহাসড়ক অবরোধ  রেলওয়েকে আধুনিকায়ন করতে হবে: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন নওগাঁর আত্রাইয়ে রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা ক্ষমতায় আসলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে: জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমান রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৮ম খেলা অনুষ্ঠিত বাঘায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস’২৫ পালিত দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঘায় রোকেয়া দিবস পালন, চার জয়িতা নারী পেলো রোকেয়া সন্মাননা ক্রেস্ট ও সনদ চাঁপাইনবাবগঞ্জে পৃথক  সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক সারিয়াকান্দিতে উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

বোয়ালিয়া থানার পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরি ও চাঁদাবাজি এবং মাদক মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও ৫শ’  গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত মো: জনি (৩৫) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত মতিউরের ছেলে। মাদক মামলায় গ্রেপ্তারকৃত মো: পলাশ (৩২) একই থানার কেদুর মোড় এলাকার মো: বাবলুর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, বোয়ালিয়া থানা এলাকায় এক নারী ভুক্তভোগীর স্বামী মৃত্যুর পর তার ছেলেকে নিয়ে বসবাস করেন। ভুক্তভোগীর প্রতিবেশী জনি ও সম্রাট বিভিন্নভাবে তাকে পথে-ঘাটে হয়রানি করে আসছিল। একপর্যায়ে গত ২৭ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ১০টায় তার ছেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এবং ৫০ হাজার টাকা দিয়ে সেটি ফেরত নিতে বলে। এ ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি টিম চুরি করা মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করেন । পরবর্তীতে থানা পুলিশের ঐটিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জনি তালাইমারি এলাকায় অবস্থান করছে। পরে রাত দেড়টায় অভিযান পরিচালনা করে জনিকে গ্রেপ্তার করা হয় এবং মোটরসাইকেল উদ্ধার করা হয় ।

উল্লেখ্য, আসামি জনির বিরুদ্ধে বোয়ালিয়া ও মতিহার থানায় ৫টি মামলা চলমান রয়েছে। অপরদিকে, একই দিন রাত সাড়ে ৩টায় এসআই মো: শরিফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের আরেকটি টিম কেদুর মোড়ে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির অভিযোগে পলাশকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ২,৭০০ টাকা উদ্ধার করা হয়।

আসামি পলাশের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট