মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ ইসলামিক ফাউণ্ডেশনে জুলাই গণঅভ্যুত্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ০৪ আগস্ট ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয় কর্তৃক নওগাঁ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নওগাঁ মোহাম্মদ আব্দুল আউয়াল। সভাপতিত্ব করেন উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ মোঃ মারুফ রায়হান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার,সকল উপজেলার ফিল্ড সুপারভাইজার, মডেল ও সাধারণ কেয়ারটেকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং সম্মানিত আলেম-ওলামা ও প্রকল্পের শিক্ষকবৃন্দ।
আলোচনা শেষে জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামানা করে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মুফতি মাওলানা রিজওয়ান আহসান।#