1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
 বদলগাছি মডেল মসজিদ হল রুমে মা ফাতেমা রা: এর জীবনীর ওপর এক আলোচনা সভা  তানোরে এফ এইচ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  তানোরে গেটকা প্রকল্পের আওতায় বাধাইড় ইউনিয়নে লবি মিটিং অনুষ্ঠিত ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির পাশে দাড়ালেন রাঃবিঃ শিক্ষার্থীর রূপসায় জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাগমারায় খাসপুকুর দখল নিয়ে সংঘর্ষ, আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন রাজশাহীতে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সমপ্রসারণে সেমিনার  গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও মাদকমুক্ত মহল্লা গড়তে মানববন্ধন অনুষ্ঠিত  সাংবাদিক কর্মশালায় বক্তারা- উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিরবিচ্ছিন্নতা অতীব জরুরি বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১জনের মৃত্যু 

নওগাঁ-৬ আসনে নির্বাচনী প্রার্থী মশিউর রহমান (সোহাগ) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে জনসেবায় অনন্য নজির

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল-বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান (সোহাগ) এর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এর নির্দেশনায় একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয় রাণীনগর উপজেলার ত্রিমোহিনী বাজারে। এ ক্যাম্পটি আয়োজন করা হয় জুলাই মাসের শহীদদের আত্মার মাগফিরাত কামনায়। সেবামূলক এ আয়োজনে ছিলেন অভিজ্ঞ চিকিৎসকগণ।  মেডিকেল ক্যাম্পে অংশ নেন দেশের স্বনামধন্য চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য। ডাঃ এইচ এম আইয়ুব, সুইডেন উপাসালা হাসপাতালের মেডিসিন ও মানসিক রোগ বিশেষজ্ঞ, ডাঃ মোঃ ফজলুল হক, এমবিবিএস (আর ইউ), বিসিএস (স্বাস্থ্য) মেডিক্যাল অফিসার, সদর হাসপাতাল নওগাঁ, ডাঃ মোঃ শাহরিয়ার আলম, মেডিক্যাল অফিসার সদর হাসপাতাল, নওগাঁ, আবু হাসান আলী, উপ-সহকারী কমিউনিটি, মেডিক্যাল অফিসার সদর হাসপাতাল নওগাঁ।

নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্যাম্পে বিশেষ ভূমিকা রাখেন। শাহনাজ পারভীন সীমা, উপসহকারী কমিউনিটি, মেডিকেল অফিসার সদর হাসপাতাল নওগাঁ, জেসমিন আরা লিপি, উপসহকারী কমিউনিটি, মেডিকেল অফিসার সদর হাসপাতাল নওগাঁ।

জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও ইতিবাচক প্রতিক্রিয়া। সকালের শুরু থেকেই শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন। বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় এমন সেবামূলক কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রশংসনীয়। অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাজনীতিবিদরা যদি এভাবে মানুষের পাশে থাকেন, তবে সমাজে পরিবর্তন আসবে। ক্যাম্প চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন আয়োজক মোঃ মশিউর রহমান (সোহাগ)।

তিনি বলেন,“রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবা। এই মেডিকেল ক্যাম্প তারই অংশ। আমি সবসময় চেষ্টা করি মানুষের প্রয়োজনে পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।” তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হয়ে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে কাজ করার অঙ্গীকার তার রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট