বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনিরুল ইসলাম ওরফে লিটন (৪২)সহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর ২জনকে ২০২৪ সালের আগষ্ট মাসে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পৌরসভার চক নারায়ণপুর পালপাড়া গ্রাম থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনিরুল ইসলাম ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। তাকে গ্রেফতার করা হয়।
১৬ বছর আগে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে ছদ্মবেশে ছিল। লিটন- রাজশাহীর বাঘা পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত সিরাজুল ইলামের ছেলে।
বুধবার(২৩-০৭-২০২৫) সকালে র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়,২০০৯ সালে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন মনিরুল ইসলাম ওরফে লিটন । এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয় (জিআর মামলা নম্বর-১২৫/০৯)। জামিনে মুক্ত হয়ে আত্নগোপনে ছিল। পরে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ রায় ঘোষণার পর সাজা মাথায় নিয়ে ছদ্মবেশ ধারন করে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বাঘা থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে কারাগারে পঠানো হয়েছে।
অপরদিকে রাজনৈতিক মামলায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বারশতদিয়াড় গ্রামের আবুল কাশেমের ছেলে মোজাম্মেল হক ও একই ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল হামিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২-০৭-২০২৫) দিবাগত রাতে নিজ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার হয়।
পুলিশ জানায়,২০২৪ সালের আগষ্ট মাসে বিএনপি নেতা মুখলেছুর রহমান বাদি হয়ে, পথরোধ করে বলপূর্বক চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।মামলায় আসামী করা হয় এজাহার নামীয় ৩৯জনসহ অজ্ঞাত ৪০/৫০জনকে। এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন ।#