# ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্ব প্রতিবন্ধী নারীকে মারধর করে জমি দখল নেওয়ার অভিযোগ ভিডিও ভাইরাল। ঘটনাটি ঘটেছে উপজেলা রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জ দিলালপুর ডাঙ্গাপাড়া (ছাতারপাড়া) গ্রামে। ভিডিওতে দেখা যায় ১৫-২০ জন লোকজন ওই প্রতিবন্ধীর বাড়ির সামনে এসে প্রতিবন্ধী নারীকে টেনে হেজড়ে নিয়ে গিয়ে যায়। ভাড়া করা লোকজন নিয়ে জমিটি দখল করে নেন।ঘটনার একদিন আগে থানায় অভিযোগ করেন ওই প্রতিবন্ধী নারীর ভাগ্নে আনারুল হক।
অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর দিলালপুর মৌজায় দুই একর ৫৪ শতক জমির মধ্যে ৬৩ শতক জমি কবলা মূলে ওই প্রতিবন্ধী নারীর জমি।ওই প্রতিবন্ধী তার বাবার বাড়িতে থাকেন। জমিটির সূত্র ধরে তোফাজ্জল হোসেন ওরফে (তোফা মাস্টার) দখল নেওয়ার জন্য আনারুল হককে হুমকি দিয়ে আসছেন। জমিটি কে কেন্দ্র করে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৪টায় বাড়ি যাওয়ার পথে তোপা মাস্টার ও তার লোকজন আটক করে মারধর করে পকেটে থাকা ৩ হাজার ৭৭০ টাকা জাহাঙ্গীর নামের একজন কেড়ে নিয়ে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে চলে যান। মারধরের ঘটনার পরে রাতে থানায় এসে অভিযোগ দায়ের করেন আনারুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য বসা হয়েছিল। মীমাংসার সময় কাগজপত্র বোঝার জন্য এক মাস সময় নেন তোফা মাস্টার। সময়ের ২০ দিনের মধ্যে দশ দিন বাকি থাকতেই লোকজন নিয়ে এসে জমিটি দখল নিয়ে নেন।
থানায় অভিযোগ করার পর বিষয়টি জানতে পারেন তোপা মাস্টার। গত শুক্রবার (১৮ জুলাই) সকাল দশটার দিকে তোপা মাস্টার লোকজন ভাড়া করে এনে ওই প্রতিবন্ধী নারীকে মারধরসহ ভাগ্নে আনারুল ও তার পরিবারকে লোকজনকে মারধর করে জমিটি দখল নিয়ে নেন। ঘটনাস্থল থেকে ৯৯৯ লাইনে ফোন দিলে পুলিশ পৌঁছায়।
এ বিষয়ে তোফাজ্জল হোসেন ওরফে তোপা মাস্টার বলেন, জমিটি প্রায় ৩০ বছর ধরে চাষবাদ করে আসছি। হঠাৎ করে ওই জমিটি আমার চাচাতো বোন প্রতিবন্ধী রশিদা বেগম দাবি করেছেন। জমিটি লোকজন নিয়ে আসে দখল করে নিয়েছেন বলে স্বীকার করেছেন তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, দিলালপুরে জমি নিয়ে বিরোধের একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#