শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার দশলিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত ঘটনার জের ধরে শ্রী সুমন কে গত ৪ জুলাই প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোন আসামী ধরতে পারেনি।
ঘটনায় জানা গেছে, ঐ দিন শ্রী সুমন জমিতে ছাগল বাঁধতে গেলে আসামীরা রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করে। অথচ খুনীরা আজও প্রকাশ্যভাবে ঘুরে বেড়াচ্ছে।
এব্যাপারে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে সাদুল্যাপুর থানায়। আসামীরা হলো,সংকোরাজ সেন ওরফে ঠাকুর, সত্যা সেন, উভয়ের পিতা নেপেন চন্দ্র সেন ওরফে খেলশা ও সাবিত্রী রাণি, পিতা নেপেন চন্দ্র সেন ওরফে খেলশা।#