এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভোলাহাট প্রেস ক্লাবের সম্মানিত সদস্য শাহনাজ খাতুন ১২ দিন থাকার পরে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। জেল সুপার মো. আমজাদ হোসেন রাত পৌনে ১১টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন। সূত্রে আরো জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের জেল সুপার মো. আমজাদ হোসেনের এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহনাজ খাতুনের জামিনের কাগজপত্রদি কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই করে কিছুক্ষণ পরেই তাঁকে মুক্তি দেয়া হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার (২৮ জুলাই ২০২৫) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, বিএনপি নেত্রী ও সাংবাদিক, চাঁপাইনবাবাগঞ্জ জেলা মহিলাদলের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহনাজ খাতুনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, নির্যাতন ও ষড়যন্ত্রমূলক পুলিশ গ্রেফতার করে।
আরো জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চরধরম গ্রামে স্বামী-স্ত্রীর পারিবারিক কলোহের জের ধরে স্ত্রী স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেয়ার উস্কানীদাতা বানিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে পুলিশ শাহনাজ খাতুনকে গত শনিবার উপজেলার ছাইতনতলা নামকস্থান হতে রাত প্রায় সাড়ে ৮টায় গ্রেফতার করে। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে শারীরিক নির্যাতন, হয়রানী ও ষড়যন্ত্রমূলক জেলহাজতে আটকিয়ে রাখে।
পুলিশের হাতে আটকের ১দিন পর এলাকাবাসী প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবীতে স্থানীয় এলাকাবাসীর মানববন্ধন করে সোমবার বেলা সাড়ে ১১টায় (৩০ জুন ২০২৫) উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার প্রেসক্লাবের সামনে।#