1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসএসসি-২০২৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর “ঘটনাবহুল ৩৬ জুলাই” গ্রন্থের মোড়ক উন্মোচন  তানোরে আতঙ্কের নাম ‘রাসেল ভাইপার’ উপস্বাস্থ্যকেন্দ্রে নেই প্রতিষেধক, কৃষকদের জীবনে ঝুঁকি ভোলাহাটের বিএনপি নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন জামিনে মুক্তি পেলেন সৌহার্দ্য বিশ্বাস এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করায় খুলনা আর্ট একাডেমির প্রাক্তন শিক্ষার্থীর শুভেচ্ছা বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন  ধোবাউড়ার ষ্টেডিয়াম চৌরাস্তা (সদর বিলপাড়) ভায়া রুস্তম মেম্বারের বাড়ি পর্যন্ত দু’ কিলো মিটার মাটির সড়কে ভোগান্তির শেষ নেই  তানোরে নাবিল গ্রুপের মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণ, মারাত্মক দুর্গন্ধ, চাষাবাদ ব্যাহত তানোরে গভীর রাতে মুরগির বিষ্টা ফেলে পরিবেশ দূষণ, গ্রামবাসীর হাতে আটক দুই ট্রাক শ্যামপুর চিনিকলে সাংবাদিকের প্রাণনাশের হুমকি

বাঘার এক কলেজে জালিয়াতির মাধ্যমে নিয়োগের চেষ্টা, মামলায় কারাগারে তিনজন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার চেষ্টায় টেম্পারিং করে চলতি বছরের ১৬ মার্চ আব্দুল গণি কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ পরীক্ষার আগেই এলাকার সেচ্ছাসেবী সংগঠন স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, গত ১৬ মার্চ কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ওই তারিখে মানবজমিন পত্রিকার ২২ নম্বর পৃষ্ঠায় নেত্রকোনার যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতের নিলাম বিজ্ঞপ্তির স্থানে টেম্পারিং করে কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি দেখানো হয়। বিষয়টি নিয়ে গত ৫ মে’২৫ উপজেলার সরেরহাট গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জাহিদ বাদী হয়ে টেম্পারিং করে নিয়োগ জালিয়াতির অভিযোগে বাঘা থানায় ফৌজদারি আইনে মামলা দায়ের করেন।

(বাঘা থানার মামলা নং-৯ তাং-০৮-০৫-২০২৫ ইং)। মামলায় আসামী করা হয়- কলেজটির গর্ভনিং বডির সভাপতি শাহিনুর রহমান ওরফে বিপ্লব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ও শিক্ষক প্রতিনিধি আলমাস হোসেনসহ অজ্ঞাত ৪/৫জনকে। বৃহসপতিবার (১০-০৭-২০২৫) বিজ্ঞ আইনজীবির মাধ্যমে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ ৩ এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন কলেজটির সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধি। আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। (জি আর মামলা নং- ১২৮/২০২৫)। বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট কাউসার আলী।

মামলা সূত্রে জানা গেছে, ১৬ই মার্চ মানবজমিন, জাতীয় অর্থনীতি এবং দৈনিক রাজশাহী পত্রিকায় ‘ল্যাব সহকারী পদে ৪ জন সহ মোট ৮ টি পদে ১০ জন জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি জানানো হয়। ৮ টি পদের বিপরিতে ২১ জন প্রার্থী আবেদন করেন। আবেদনের শেষ তারিখ ছিল ৩০ই মার্চ। ২৭শে এপ্রিল নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত মনোনয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং ডিজির প্রতিনিধির জন্য আবেদন করা হয় । কিন্তু ১৬ মার্চ আব্দুল গণি কলেজের ওই ৮টি পদে নিয়োগের কোনো বিজ্ঞাপন ছাপানো হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়। নিয়োগ বোর্ডের প্রতিনিধি নিয়োগের আগেই দায়ের করা মামলায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়।

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সহ-সভাপতি সোহানুল ইসলাম মিঠু জানান , জাল বিজ্ঞপ্তির মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি খাঁটি হিসাবে ব্যবহার করে প্রতারনা মূলকভাবে ৮টি পদে নিজেদের লোক নিয়োগের চেষ্টা করে। জালিয়াতি ও অবৈধ নিয়োগ বন্ধে মামলা করা হয়েছে। মামলার পরে নিয়োগ বন্ধ রাখা হয়। তিনি বলেন,‘জুলাই আগষ্ট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে কোথায় কোনো প্রকার অন্যায়, অবিচার ঘুষ দুর্নীতি মেনে নেওয়া হবে না।

বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, মামলা দায়েরের পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট