1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ তানোরে কৃষি জমির মাটি কেটে বাড়ি নির্মাণ, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে খনন কাজ গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চোলাইমদসহ একজন গ্রেপ্তার জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শিক্ষক সমিতির বিক্ষোভ সমাবেশ ভোলাহাটের তিলোকী গ্রামের ছোট্ট শিশু কারিমা মাইক্রো বাসের নিচে চাপা পড়ে নিহত

তানোরে সিগারেটের অতিরিক্ত দাম, বাজার মনিটরিংয়ের অভাবে ভোক্তারা ঠকছেন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার অধিকাংশ বাজারেই নেই কোনো তদারকি, নেই নিয়মিত বাজার মনিটরিং। আর সেই সুযোগেই কিছু অসাধু দোকানদার জনগণকে ঠকাচ্ছেন খোলাখুলি। বিশেষ করে সিগারেটের বাজারে চলছে ভয়াবহ অনিয়ম। প্যাকেটে লেখা দামের চেয়ে প্রতিটি প্যাকেটে ৩০-৩৫ টাকা পর্যন্ত বেশি আদায় করছেন দোকানদাররা। অথচ কোথাও নেই মূল্য তালিকা, নেই প্রশাসনিক নজরদারি।

তানোর উপজেলার অন্তত ১৫টির বেশি বাজার—মুন্ডুমালা, গোল্লাপাড়া, কালিগঞ্জ , চান্দুড়িয়া , কাশিমবাজার , আমসো মেডিকেল মোড় , চাঁদপুর, কামারগা , তালন্দ বাজার, বিল্লী বাজার , কলমা, চৌবাড়িয়া, তানোর সদর দেবীপুর , মুণ্ডমালা পৌর এলাকা করিমপুর, শিবরামপুর এছাড়াও গ্রামের বিভিন্ন ছোটখাটো দোকানে দেখা যাচ্ছে একই চিত্র। দোকানে পণ্যের কোনো মূল্য তালিকা নেই। একেক দোকানে একেক রকম দাম। কেউ বলেন, পাইকারি দামে বেড়েছে, আবার কেউ বলে“এটাই তো চলছে এখন।” বিশেষ করে ডার্বি, রয়েল নেক্সট, স্টার, গোল্ড লিফ ও বেনসন ব্র্যান্ডের সিগারেটের ক্ষেত্রে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি আদায় হচ্ছে। খুচরা পর্যায়ে এক শলাকা সিগারেটের ক্ষেত্রেও অতিরিক্ত ৩ থেকে ৫ টাকা আদায় করছে দোকানদাররা।

শিবরামপুর গ্রামের অটো চালক রঞ্জন বলেন, “প্রতিদিন এক প্যাকেট সিগারেট নেই, কয়দিন আগেও ৭২ টাকায় পেতাম, এখন নিচ্ছে ৯০ টাকা। অথচ গায়ে তো দামই লেখা!” আছে ৫২ টাকা. ভ্যানচালক আকশাদ বলেন, “এক দোকান বলে এক রেট, আরেক দোকান বলে আরেকটা। কোথাও লিখেও রাখে না দামটা।” অভিযোগ রয়েছে, বড় বড় দোকানদাররা বাজেট ঘোষণার আগেই পুরনো দামে লাখ লাখ টাকার সিগারেট মজুদ করে রেখেছেন, আর এখন বাজেটের গুজবকে পুঁজি করে তা অতিরিক্ত দামে বিক্রি করছেন।

শুধু বড় দোকান নয়, তাদের দেখাদেখি ছোট দোকানগুলোও এই অনিয়মে জড়িয়ে পড়েছে। বিশেষ করে মুন্ডুমালা বাজারের রহিম স্টোর, নজরুল দোকানদার, নাম না জানা আরোও কয়েকটি দোকানে প্যাকেট প্রতি পঁচিশ থেকে ত্রিশ টাকা বেশি নিচ্ছে। ভোক্তারা বলছেন, “বাজারে কোনো মূল্য তালিকা নেই বলেই এতো অনিয়ম সম্ভব হচ্ছে।” আইন অনুযায়ী প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক হলেও তানোরের অধিকাংশ দোকানদারই সেই নিয়ম মানছেন না। এ অবস্থায় সাধারণ মানুষের একটাই দাবি-নিয়মিত বাজার মনিটরিং, জরুরি মোবাইল কোর্ট পরিচালনা এবং দৃষ্টান্তমূলক জেল-জরিমানা।

তারা বলছেন, জরিমানা দিয়ে বারবার পার পেয়ে যাচ্ছে চক্রটি, এবার সময় এসেছে কড়া পদক্ষেপ নেওয়ার। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) লিয়াকত সালমান এই প্রতিবেদককে মুঠোফোনে  বলেন, “বাজারে মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিষয়ে আমরা অবগত। অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শৃঙ্খলা ফেরানো হবে।” ভোক্তারা বলছেন, শুধু ঘোষণা নয়—বাস্তব পদক্ষেপ দেখতে চায় মানুষ।

এই সমস্যা চলতে থাকলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার পুরোপুরি হারিয়ে যাবে। সময় এসেছে, প্রশাসনের জবাবদিহিতা ও নিয়মিত বাজার তদারকি ফিরিয়ে আনার।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট