1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় আনসার ভিডিপির বৃক্ষ-রোপণ ২০২৫ ভোলাহাটে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পত্নীতলায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল তানোরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে তারেকের দোয়া মাহফিল নওগাঁর শেখপুরা জামে মসজিদে মকতুবাদ শরীফের মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ধোবাউড়ার ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন পালিত পাইকগাছা থানায় বসত ঘর দখল ও ভাংচুর করার সময় সন্ত্রাসী হামলায় গুরুতর জখম ৪  শিবগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন স্পাইন সার্জন ডা. মাহমুদুল হাসান পলাশ

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শেখ মাহমুদুল হাসান, কলারোয়া, সাতক্ষীরা:

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিকিৎসা অঙ্গনের গর্ব, খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত বিশেষজ্ঞ স্পাইন সার্জন ডা. মো. মাহমুদুল হাসান পলাশ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছেন। তিনি আগামী ১৯ জুন ঢাকা ত্যাগ করবেন এবং ২০-২২ জুন ২০২৫ কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য “12th International MSS Scientific Meeting”-এ অংশগ্রহণ করবেন। এ সম্মেলনটি এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) ও অ্যাসোসিয়েশন অব পেডিয়াট্রিক অরথোপেডিক সোসাইটি (APPOS)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “14th Combined Congress”-এর একটি গুরুত্বপূর্ণ অংশ।এ উপলক্ষে সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে তার অংশগ্রহণ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি হয়েছে।

ডা. মাহমুদুল হাসান পলাশ জানান, “আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আধুনিক মেরুদণ্ড চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে। আমি স্বপ্ন দেখি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একটি স্বাধীন ও উন্নত স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার, যাতে এই অঞ্চলের আর্থিকভাবে অসচ্ছল রোগীরাও নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।” দক্ষিণাঞ্চলের একমাত্র বিশেষায়িত স্পাইন সার্জন হিসেবে তিনি খুলনা মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত থাকলেও বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন। চিকিৎসা, শিক্ষা ও গবেষণার সমন্বয়ে দেশের স্পাইন সার্জারির মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি।

ডা. মাহমুদুল হাসান ২০০৬ সালে এমবিবিএস পাস করেন। এরপর বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৯ সালে অর্থোপেডিক সার্জারিতে উচ্চতর ডিগ্রি রেকর্ড নম্বর নিয়ে অর্জন করেন। তিনি ২০২০ সালে ভারতের তামিলনাড়ু থেকে AO Trauma কোর্স এবং আসামের গৌহাটি থেকে AO Spine সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে স্পাইন সার্জারিতে অ্যাডভান্স ট্রেনিং নেন এবং একই বছর গুজরাটের আহমেদাবাদে এনডোস্কোপিক স্পাইন সার্জারির হ্যান্ডস-অন ট্রেনিং করেন। ২০২৪ সালের মে মাসে তিনি সিঙ্গাপুরের বিখ্যাত ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে AO Spine ফেলোশিপ সম্পন্ন করেন এবং সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার AIN Hospital থেকে স্পাইন সার্জারিতে ফেলোশিপ লাভ করেন।

এছাড়াও তিনি আমেরিকান কলেজ অব সার্জনস (FACS)-এর ফেলো হিসেবে ২০২২ সালে স্বীকৃতি পান। দেশি-বিদেশি বেশ কিছু স্বনামধন্য মেডিকেল জার্নালে তার গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিক সম্মেলনসমূহে নিয়মিতভাবে বক্তা হিসেবে অংশগ্রহণ করছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ স্পাইন সোসাইটি, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি, এশিয়া প্যাসিফিক স্পাইন সোসাইটি এবং স্পেনের আজীবন সদস্য। সেবার ব্রত নিয়ে চলা এই কৃতী চিকিৎসক সকলের দোয়া প্রার্থী। তিনি জানিয়েছেন, সম্মেলন শেষে আগামী ২৬ জুন থেকে যথারীতি সাতক্ষীরাতে রোগী দেখা শুরু করবেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট