মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহী নিউ মার্কেট এলাকায় অবস্থিত বহুতল শপিং সেন্টার থিম ওমর প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মঞ্জিল হক জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই অভিযান শুরু হয়। উচ্চ ভবনের অগ্নি নির্বাপণের জন্য ব্যবহৃত টিটিএল (মইবাহী) গাড়িও কাজে লাগানো হয়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিস্তার হওয়ার আর কোনো আশঙ্কা নেই। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সোয়াত ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ক্রেতা ও বিক্রেতারা আতঙ্কিত হয়ে দ্রুত মার্কেট ত্যাগ করেন। ধোঁয়ায় পুরো মার্কেট আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস দুইজন অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সপ্তম তলায় অবস্থিত খাবারের দোকান “ফুড প্যালেস” থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন পাশের দোকানের মালিক আল আমিন। তিনি জানান, ওই তলায় মোট ২২টি দোকান রয়েছে এবং আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। আগুন লাগার কারণ সম্পর্কে মঞ্জিল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক লাইনের লিকেজ থেকেই আগুনের সূচনা হয়েছে।
থিম ওমর প্লাজা রাজশাহীর একমাত্র আধুনিক ও সম্পূর্ণ এসি সুবিধাসম্পন্ন শপিং মল। ভবনটি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন। এটি ১০তলা বিশিষ্ট ভবন, যার প্রথম সাত তলা বাণিজ্যিক এবং উপরের তিনটি তলা আবাসিক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দুপুর ৩টার দিকে ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।#