বিশেষ প্রতিবেদক………………..
রাজশাহীর চারঘাট উপজেলা ঝিকরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বাবার হাসুয়ার কোপে ছেলে খুনের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)। নিহতে জাহাঙ্গীর চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুইটি স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা গ্রামের হুজার পাড়া মাঠে জাহাঙ্গীর হোসেনের পিতা আব্দুল কুদ্দুসসহ তার দুই মেয়ের জামাই মনির ও শনির একত্র হয়ে জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল কুদ্দুস তার নিজ ছেলে মোঃ জাহাঙ্গীরকে (৪৫) হাসুয়া দিয়ে ঘাড়ে কোপ দিলে তিনি গুরুত্বর আহত হন। এলাকাবাসী আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বানেশ্বর এলাকায় জাহাঙ্গীর হোসেন মারা যান। চারঘাট থানার (ওসি) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রাসেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে। চারঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।#