# আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার ঐতিহ্যবাহী সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে বিদ্যালয় মাঠে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সামসুদ্দিন হাওলাদারের জেষ্ঠ্য পুত্র ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো: শাহাদ্যাৎ হোসেন। পরে বেলা ২ টায় একই স্থানে শুরু হয় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড.মিজানুর রহমান আলমগীরের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি অ্যাড. মো: শাহাদ্যাৎ হোসেন।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিয়ার রহমান সরদার,প্রফেসর ড.এ কে এম ইয়াকুব হোসাইন, মোঃ কবির হেসেন জোমাদ্দার, মোঃ সিদ্দিকুর রহমান, শাহাদাৎ মল্লিক খসরু, মোঃ জালাল সরদার প্রমুখ।#